সংজ্ঞাঃ ভারতের প্রধান চারটি মহানগর যথা – মুম্বাই, দিল্লি, কলকাতা ও চেন্নাই – কে ছয় লেনবিশিষ্ট (স্থানবিশেষে চার লেন) প্রায় ৫৮৪৬ কিলোমিটার দৈর্ঘ্যসম্পন্ন সড়কপথ দ্বারা যুক্ত করা হয়েছে । এটিই সোনালি চতুর্ভুজ (Golden Quadrilateral) নামে পরিচিত ।
পরিচিতিঃ এটি কেন্দ্রীয় সরকার গৃহীত ও পরিচালিত একটি প্রকল্প । এই পরিকল্পনাটি গ্রহণ করা হয়েছিল ১৯৯৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মাননীয় অটলবিহারী বাজপেয়ীর ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে, কাজ শুরু হয়েছিল ২০০১ সালে এবং শেষ হয়েছিল ২০১২ সালে । এই সড়কপথটি ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ (NHAI) দ্বারা পরিচালিত হয় ।
সংযুক্তকারী শহর-নগরঃ সোনালি চতুর্ভুজ (Golden Quadrilateral) – এর অন্তর্ভুক্ত প্রধান চারটি মহানগরের সংযুক্তির বিবরণ নিম্নরূপ-
১. দিল্লি – কলকাতাঃ সড়কপথের নাম – NH19;দৈর্ঘ্য প্রায় ১৪৫৩ কিমি ।
২. দিল্লি – মুম্বাইঃ সড়কপথের নাম – NH48;দৈর্ঘ্য প্রায় ১৪১৯ কিমি ।