পৃথিবীর পরিক্রমণ (MCQ) অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর –

0
পৃথিবীর পরিক্রমণ (MCQ) অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর -

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা পৃথিবীর পরিক্রমণের কিছু গুরুত্বপূর্ণ (MCQ) প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নগুলি পরীক্ষার জন্য খুবই উপযোগী। এই প্রশ্নগুলি অধ্যায়ন করলে খুব সহজেই পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতে পারবে।

Advertisement

পৃথিবীর পরিক্রমণ গতির জন্য ভূপৃষ্ঠে কি পরিবর্তন ঘটে ?

 পৃথিবীর পরিক্রমণ গতির জন্য ভূপৃষ্ঠে ঋতু পরিবর্তন হয়।

অনুসুর অবস্থানে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব কত ?

অনুসুর অবস্থানে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব 14 কোটি 70 লক্ষ।

উত্তর গোলার্ধে সবচেয়ে বড়ো দিন কোনটি ?

উত্তর গোলার্ধে সবচেয়ে বড়ো দিন 21 জুন।

অপসূর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত হয় ?

অপসূর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 15 কোটি 20 লক্ষ।

অপসূর অবস্থান উত্তর গোলার্ধে কোন ঋতুতে দেখা যায় ?

অপসূর অবস্থান উত্তর গোলার্ধে গ্রীষ্ম ঋতুতে দেখা যায়।

সূর্যে উৎপন্ন শক্তির 200 কোটি ভাগের কত ভাগ পৃথিবীতে আসে ?

সূর্যে উৎপন্ন শক্তির 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে আসে।

অনুসূর অবস্থান উত্তর গোলার্ধে কোন ঋতুতে দেখা যায় ?

অনুসূর অবস্থান উত্তর গোলার্ধে শীত ঋতুতে দেখা যায়।

কুমেরুপ্রভা কোথায় লক্ষ করা যায় ?

কুমেরুপ্রভা দক্ষিণ মেরুতে লক্ষ করা যায়।

বড়োদিন দক্ষিণ গোলার্ধে কোন ঋতুতে পালন হয় ?

বড়োদিন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্ম ঋতুতে পালন হয়।

ঋতু পরিবর্তন হয় না পৃথিবীর কোন অঞ্চলে ?

ঋতু পরিবর্তন হয় না পৃথিবীর নিরক্ষীয় ও মেরু অঞ্চলে।

পৃথিবীর সর্বত্র দিন ও রাতের দৈর্ঘ্য সমান হওয়াকে কি বলে ?

 পৃথিবীর সর্বত্র দিন ও রাতের দৈর্ঘ্য সমান হওয়াকে বিষুব বলে।

সূর্যকে একবার পরিক্রমণ করতে পৃথিবীর কত সময় লাগে ?

 সূর্যকে একবার পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘণ্টা 48 মিনিট 46 সেকেন্ড প্রায়।

পৃথিবীর পরিক্রমণের গড় গতিবেগ সেকেন্ডে কত কিমি ?

 পৃথিবীর পরিক্রমণের গড় গতিবেগ সেকেন্ডে 30 কিমি।

দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য সবচেয়ে বড়ো হয় কবে ?

দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য সবচেয়ে বড়ো হয় 22 ডিসেম্বর।

পৃথিবী ও সূর্যের মধ্যেকার সর্বনিম্ন দূরত্বকে কি বলে ? 

পৃথিবী ও সূর্যের মধ্যেকার সর্বনিম্ন দূরত্বকে অনুসূর বলে।

পৃথিবী ও সূর্যের মধ্যেকার সর্বাধিক দূরত্বকে কি বলে ?

পৃথিবী ও সূর্যের মধ্যেকার সর্বাধিক দূরত্বকে অপসূর।

মধ্যরাত্রির সূর্যের দেশ কাকে বলা হয় ?

মধ্যরাত্রির সূর্যের দেশ নরওয়েকে বলা হয়।

মহাবিষুব-এর দিনে সূর্যোদয় হয় সকাল কটায় ?

মহাবিষুব-এর দিনে সূর্যোদয় হয় সকাল 6 টায়।

উত্তর গোলার্ধের বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকা অভিযানে যান কোন মাসে ?

উত্তর গোলার্ধের বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকা অভিযানে যান ডিসেম্বর মাসে।

সূর্যের উত্তরায়ণ কবে শেষ হয় ?

 সূর্যের উত্তরায়ণ 21 জুন শেষ হয়।

এক চান্দ্রমাস হয় প্রায় কত দিনে ?

এক চান্দ্রমাস হয় 28 দিনে।

সূর্যরশ্মি সারাবছর লম্বভাবে কিরণ দেয় কোন অঞ্চলে ?

সূর্যরশ্মি সারাবছর লম্বভাবে কিরণ দেয় নিরক্ষীয় অঞ্চলে।

উপরোক্ত (MCQ) প্রশ্নগুলি নিয়ে কোনো আক্ষেপ থাকলে বা কোনো প্রশ্ন যদি বাদ গিয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন, যেটা থেকে আমরা সেই গুরত্বপূর্ণ প্রশ্নগুলি আবার আপনাদের জন্য প্রকাশনা করতে পারি। এই (MCQ) প্রশ্নগুলি নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য বা পরে অধ্যায়ন করার জন্য সরাসরি আমাদের ওয়েবসাইটে থেকে (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।