‘লু’ কি?

1
'লু' (Loo) কি?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা অধ্যায়ন করবো ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে যে বিষয়টি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপকারী। এই বিষয়টি ছাত্রছাত্রীরা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে তাই তাদের কাছে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ‘লু’ কি এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

‘লু’ (Loo) কি?

সংজ্ঞাঃ

গ্রীষ্মকালে উত্তর ও উত্তর – পশ্চিম ভারতে যে অত্যন্ত উত্তপ্ত বায়ু প্রচন্ডবেগে প্রবাহিত হয়, তাকে লু (Loo) বলে  ।

প্রভাবিত অঞ্চলঃ

উত্তর ও উত্তর – পশ্চিম ভারতের রাজস্থান, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, বিহার প্রভৃতি রাজ্য এবং দিল্লীর বিস্তীর্ণ অঞ্চল গ্রীষ্মকালে লু বায়ুর দ্বারা প্রভাবিত হয় ।

বৈশিষ্ট্যঃ

লু – এর বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ –

  1. এটি একপ্রকার উষ্ণ (৪০°C – ৪৮°C) ও শুষ্ক আঞ্চলিক বায়ুপ্রবাহ
  2. আগুনের হল্কার স্রোতের মত শোঁ শোঁ শব্দ করে প্রচন্ডবেগে প্রবাহিত হয় ।
  3. প্রচন্ড উষ্ণতার ফলে এইপ্রকার বায়ুপ্রবাহের উৎপত্তি হয় ।

প্রভাবঃ

লু – এর প্রভাবগুলি হলো নিম্নরূপ

  1. প্রভাবিত অঞ্চলের উষ্ণতা বহুলাংশে বৃদ্ধি করে ।
  2. খুবই কষ্টদায়ক আবহাওয়া সৃষ্টি হয় ।
  3. প্রতি বছর এর প্রভাবে বহু মানুষ ও গবাদি পশু মারা যায় ।

উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি আপনার কোনো সাহায্যপ্রাপ্ত হলে আপনার বন্ধুদের কাছেও প্রশ্নের বিষয়টি শেয়ার করুন। বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।

1 COMMENT

Comments are closed.