স্তূপ পর্বত কাকে বলে ? 

0
স্তূপ পর্বত কাকে বলে ? 

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। স্তূপ পর্বত কাকে বলে এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

স্তূপ পর্বত কাকে বলে ? 

ভূ-আলোড়নের ফলে দুটি সমান্তরাল ফাটলের মধ্যবর্তী বা পার্শ্ববর্তী অংশ উঠে গিয়ে স্তূপের আকারে পর্বতরূপে অবস্থান করলে তাকে স্তুপ পর্বত বলে।

স্তূপ পর্বতের সৃষ্টি: 

  1. দুটি সমান্তরাল ফাটলের মধ্যবর্তী অংশ পার্শ্ববর্তী অংশ থেকে ওপরে উঠে গেলে স্তূপ পর্বতের সৃষ্টি হয়। 
  2. নিম্নচাপের ফলে দুটি সমান্তরাল ফাটলের মধ্যবর্তী অংশ যদি নীচে বসে যায় তখন তার পার্শ্ববর্তী উঁচু অংশকেও স্তূপ পর্বত বলা হয়।
  3. দুটি সমান্তরাল ফাটলের দু’পাশের শিলাস্তর বসে গেলে ও মধ্যবর্তী অংশ একইভাবে থাকলে, এবং 
  4. দুটি ফাটলের মধ্যবর্তী অংশ তির্যকভাবে উঠে থাকলেও স্তূপ পর্বতের সৃষ্টি হতে পারে।

উদাহরণ:

  • ফ্রান্সের ভোজ ও পশ্চিম জার্মানির ব্ল্যাক ফরেস্ট পর্বত দুটি স্তূপ পর্বত।
  • ভারতের সাতপুরা একটি স্তূপ পর্বত।

উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।