মানব জীবনে সমভূমির প্রভাব ?

0
মানব জীবনে সমভূমির প্রভাব আলোচনা করো ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। মানব জীবনে সমভূমির প্রভাব এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

মানব জীবনে সমভূমির প্রভাব আলোচনা করো ?

মানব জীবনে সমভূমির অপরিসীম প্রভাব রয়েছে, যেমন

  1. কৃষিকাজের অনুকূল পরিবেশ: পৃথিবীর অধিকাংশ সমভূমি নদীর পলি সঞ্চয়ের ফলে গড়ে ওঠায় অন্য দু’ধরনের ভূমিরূপের (পর্বত ও মালভূমি) তুলনায় সমভূমি অঞ্চলগুলিই সবচেয়ে উর্বর, তাই কৃষিকাজের অত্যন্ত উপযোগী। এছাড়া সাধারণত সমভূমি অঞ্চলের মধ্যে দিয়ে বড়ো বড়ো নদী প্রবাহিত হয় বলে এখানে সেচের জল ও পানীয় জলের সমস্যা থাকে না।
  2. উন্নত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা: সমভূমি অঞ্চলের ভূমিরূপ সমতল হওয়ায় এখানে রেল, সড়ক ও জলপথের মাধ্যমে উন্নত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা গড়ে ওঠে।
  3. শিল্পের অনুকূল পরিবেশ: কৃষি ও খনিজ সম্পদে সমৃদ্ধ অঞ্চলের সঙ্গে উন্নত ও সুলভ পরিবহন ব্যবস্থার মাধ্যমে সহজে যোগাযোগ করা যায় বলে এখানে বিভিন্ন শিল্প গড়ে ওঠে।
  4. জনবাহুল্যের অনুকূল পরিবেশ: বিস্তীর্ণ উর্বর সমতল ভূমি এবং কৃষি, শিল্প, পরিবহন, চাকুরি, ব্যবসা-বাণিজ্যসহ জীবিকানির্বাহের সবরকম সুবিধা পাওয়া যায় বলে পৃথিবীর বেশিরভাগ শহর, নগর, জনপদ সমভূমি অঞ্চলে অবস্থিত। এইজন্য সমভূমি অঞ্চলগুলো পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল।

উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।