ইউরোপ মহাদেশ (MCQ) অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর –

0
ইউরোপ মহাদেশ (MCQ) অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ইউরোপ মহাদেশের কিছু গুরুত্বপূর্ণ (MCQ) প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নগুলি পরীক্ষার জন্য খুবই উপযোগী। এই প্রশ্নগুলি অধ্যায়ন করলে খুব সহজেই পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতে পারবে।

Advertisement

লন্ডন অববাহিকায় উৎপন্ন একটি উল্লেখযোগ্য কৃষিজ ফসল কি ?

লন্ডন অববাহিকায় উৎপন্ন একটি উল্লেখযোগ্য কৃষিজ ফসল হলো গম।

দানিয়ুব নদীর উৎস কি ?

দানিয়ুব নদীর উৎস হলো ব্ল্যাক ফরেস্ট।

রুঢ় অঞ্চলের প্রধান শিল্প কি ?

রুঢ় অঞ্চলের প্রধান শিল্প লোহা ও ইস্পাত।

পোল্ডারল্যান্ডের উত্তর ও উত্তর-পূর্বের অংশকে কি বলা হয় ?

পোল্ডারল্যান্ডের উত্তর ও উত্তর-পূর্বের অংশকে বলা হয় গ্লোনিং এন।

ইউরোপের বৃহত্তম শিল্পাঞ্চল কোনটি ?

ইউরোপের বৃহত্তম শিল্পাঞ্চল হল রুর।

লন্ডন অববাহিকার প্রায় মধ্যভাগ দিয়ে প্রবাহিত হয়েছে ?

লন্ডন অববাহিকার প্রায় মধ্যভাগ দিয়ে প্রবাহিত হয়েছে টেমস।

রুর অঞ্চল যে দেশে অবস্থিত তার নাম কি ?

রুর অঞ্চল যে দেশে অবস্থিত তার নাম জার্মানি।

রুর অঞ্চলে সমগ্র ভূ-ভাগের গড় উচ্চতা কত ?

রুর অঞ্চলে সমগ্র ভূ-ভাগের গড় উচ্চতা 240 মিটার।

রুর অঞ্চলে সৃষ্টি করা বনভূমি হল ?

রুর অঞ্চলে সৃষ্টি করা বনভূমি হল পরিকল্পিত।

লন্ডন অববাহিকায় উৎপন্ন একটি উল্লেখযোগ্য কৃষিজ ফসল ?

লন্ডন অববাহিকায় উৎপন্ন একটি উল্লেখযোগ্য কৃষিজ ফসল হলো গম।

পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম কি ?

পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম তৈগা।

নেদারল্যান্ডস-এ পোল্ডারভূমি গঠনের সবচেয়ে বড়ো প্রকল্পটির নাম কি ?

নেদারল্যান্ডস-এ পোল্ডারভূমি গঠনের সবচেয়ে বড়ো প্রকল্পটি জুইডার জি।

রুর অঞ্চলের জলবায়ু কেমন ?

রুর অঞ্চলের জলবায়ু শীতল।

পোল্ডার ল্যান্ডের দক্ষিণ অংশকে কি বলা হয় ?

পোল্ডার ল্যান্ডের দক্ষিণ অংশকে বলা হয় জুইড হল্যান্ড।

নেদারল্যান্ডস-এর বর্তমান রাজধানীর নাম কি ?

নেদারল্যান্ডস-এর বর্তমান রাজধানীর নাম আমস্টারডাম।

রুর অঞ্চলের পূর্ব সীমানায় কি রয়েছে ?

রুর অঞ্চলের পূর্ব সীমানায় রয়েছে সয়ারল্যান্ড উচ্চভূমি।

ইউরোপ ও এশিয়া মহাদেশের সীমানায় কি অবস্থিত ?

 ইউরোপ ও এশিয়া মহাদেশের সীমানায় ইউরাল পর্বত অবস্থিত।

রুঢ় অঞ্চলের প্রধান শিল্প কি ?

রুঢ় অঞ্চলের প্রধান শিল্প লোহা ও ইস্পাত শিল্প।

এটনা কি ?

এটনা হল একটি আগ্নেয়গিরি।

ইউরোপের পর্বতশ্রেণির নাম কি ?

ইউরোপের পর্বতশ্রেণির নাম আল্পস।

ফ্রান্সের ভোজ এবং জার্মানির ব্ল্যাক ফরেস্ট পর্বত কিসের উদহারণ ?

ফ্রান্সের ভোজ এবং জার্মানির ব্ল্যাক ফরেস্ট পর্বত স্তূপ পর্বতের উদাহরণ।

নেদারল্যান্ডস-এর বর্তমান রাজধানীর নাম কি ?

নেদারল্যান্ডস-এর বর্তমান রাজধানীর নাম আমস্টারডাম।

রুর শিল্পাঞ্চল গড়ে ওঠার প্রধান কারণ কি ?

রুর শিল্পাঞ্চল গড়ে ওঠার প্রধান কারণ হল কয়লা।

নেদারল্যান্ডস-এ পোল্ডারভূমি গঠনের সবচেয়ে বড়ো প্রকল্পটির নাম কি ?

নেদারল্যান্ডস-এ পোল্ডারভূমি গঠনের সবচেয়ে বড়ো প্রকল্পটির নাম জুইডার জি।

ইউরোপের সরলবর্গীয় বনভূমি কোনটি ?

ইউরোপের সরলবর্গীয় বনভূমি হল তৈগা।

নেদারল্যান্ডের বিখ্যাত বন্দর কোনটি ?

নেদারল্যান্ডের বিখ্যাত বন্দর হল আমস্টারডাম।

লন্ডন অববাহিকার শীতকালীন গড় উষ্ণতা কত ?

লন্ডন অববাহিকার শীতকালীন গড় উষ্ণতা 3-5 °সে।

ইউরোপের পর্বতশ্রেণির নাম কি ?

ইউরোপের পর্বতশ্রেণির নাম আল্পস।

পোল্ডারভূমির ভূমিরূপকে কি বলে ?

পোল্ডারভুমির ভূমিরূপকে বলে নিম্নভূমি।

ইউরোপ মহাদেশের পূর্ব সীমায় কি আছে ?

ইউরোপ মহাদেশের পূর্ব সীমায় আছে এশিয়া।

নেদারল্যান্ডের বিখ্যাত বন্দর কোনটি ?

নেদারল্যান্ডের বিখ্যাত বন্দর হল আমস্টারডাম।

পোল্ডারভূমির শীতকালীন গড় উষ্ণতা কত ?

পোল্ডারভূমির শীতকালীন গড় উষ্ণতা হল 3°সে।

রুর অঞ্চল যে দেশে অবস্থিত তার কি ?

রুর অঞ্চল যে দেশে অবস্থিত তার নাম জার্মানি।

লন্ডন অববাহিকার মোট ক্ষেত্রফল কত ?

লন্ডন অববাহিকার মোট ক্ষেত্রফল 7760 বর্গকিমি।

ইউরোপের বৃহত্তম শিল্পাঞ্চল কোনটি ?

ইউরোপের বৃহত্তম শিল্পাঞ্চল হল রুর।

রুঢ় অঞ্চলের প্রধান শিল্প কি ?

রুঢ় অঞ্চলের প্রধান শিল্প লোহা ও ইস্পাত।

লন্ডন অববাহিকা ব্রিটিশ দ্বীপপুঞ্জের কোন অংশে অবস্থিত ?

লন্ডন অববাহিকা ব্রিটিশ দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্বে অবস্থিত।

উপরোক্ত (MCQ) প্রশ্নগুলি নিয়ে কোনো আক্ষেপ থাকলে বা কোনো প্রশ্ন যদি বাদ গিয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন, যেটা থেকে আমরা সেই গুরত্বপূর্ণ প্রশ্নগুলি আবার আপনাদের জন্য প্রকাশনা করতে পারি। এই (MCQ) প্রশ্নগুলি নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য বা পরে অধ্যায়ন করার জন্য সরাসরি আমাদের ওয়েবসাইটে থেকে (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।