জলদূষণ (MCQ) অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর –

0
জলদূষণ (MCQ) অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর -

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা জলদূষণ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ (MCQ) প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নগুলি পরীক্ষার জন্য খুবই উপযোগী। এই প্রশ্নগুলি অধ্যায়ন করলে খুব সহজেই পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতে পারবে।

Advertisement

জলে কি মেশালে দূষিত জলের জীবাণু নষ্ট হয় ?

জলে ক্লোরিন মিশিয়ে দিলে দূষিত জলের জীবাণু নষ্ট হয়।

কলেরা কেমন ধরনের রোগ ?

কলেরা জলবাহিত রোগ।

জলের তাপীয় দূষণে পরিবর্তন ঘটার কারণ কি ?

জলে অক্সিজেনের পরিমাণের ফলে জলের তাপীয় দূষণে পরিবর্তন ঘটে।

মানবদেহে অস্থিক্ষয় হয় কোন রোগের প্রকোপে ?

মানবদেহে অস্থিক্ষয় হয় ইতাই-ইতাই রোগের প্রকোপে।

আউচ-আউচ রোগ হয় কোন রোগের প্রভাবে ?

আউচ-আউচ রোগ হয় ক্যাডমিয়াম রোগের প্রভাবে।

দাঁত খরখরে ও অমসৃণ হয় কোন রোগের প্রভাবে ?

দাঁত খরখরে ও অমসৃণ হয় ফ্লরোসিস রোগের প্রভাবে।

কোন ধাতুকপা বেশিমাত্রায় জলদূষণ ঘটায় ?

সিসা ও পারদ ধাতুকপা বেশিমাত্রায় জলদূষণ ঘটায়।

খনিজ তেল জলদূষণ ঘটায় প্রধানত কিভাবে ?

খনিজ তেল জলদূষণ ঘটায় প্রধানত জলের ওপর আস্তরণ তৈরি করে।

ভারতের আর্সেনিকের সমস্যা বেশি কোথায় দেখা যায় ?

ভারতের আর্সেনিকের সমস্যা বেশি পশ্চিমবঙ্গ ও বিহারে দেখা যায়।

পশ্চিমবঙ্গে সর্বাধিক আর্সেনিকের প্রভাব দেখা যায় কোথায় ?

পশ্চিমবঙ্গে সর্বাধিক আর্সেনিকের প্রভাব নদিয়ায় দেখা যায়।

জলদূষণ সবচেয়ে বেশি পরিমাণ কোথায় ঘটে ?

জলদূষণ সবচেয়ে বেশি পরিমাণ কাগজ ও চর্ম শিল্পে ঘটে।

একটি বিষাক্ত ভারী ধাতু কি ?

একটি বিষাক্ত ভারী ধাতু হল পারদ।

কোন ধাতুকপা বেশিমাত্রায় জলদূষণ ঘটায় ?

সিসা ও পারদ ধাতুকপা বেশিমাত্রায় জলদূষণ ঘটায়।

ইউট্রোফিকেশনের ফলে জলাশয়ে কি পরিবর্তন ঘটে ?

ইউট্রোফিকেশনের ফলে জলাশয়ে পুষ্টিমৌলের জোগান বাড়ে।

পৃথিবীর জল দ্বারা আবৃত অংশের পরিমাণ কত শতাংশ ?

পৃথিবীর জল দ্বারা আবৃত অংশের পরিমাণ 71% শতাংশ।

নদী ও হ্রদের স্বাদু জলের উৎস কত শতাংশ ?

নদী ও হ্রদের স্বাদু জলের উৎস 1% শতাংশ।

একটি বিষাক্ত ভারী ধাতুর নাম লেখো ?

একটি বিষাক্ত ভারী ধাতুর নাম পারদ।

নর্দমার জল নিষ্কাশনে সবচেয়ে বেশি বাধা সৃষ্টি করে কি ?

নর্দমার জল নিষ্কাশনে সবচেয়ে বেশি বাধা সৃষ্টি করে প্লাস্টিক।

পৃথিবীর কত ভাগ স্বাদুজল ?

পৃথিবীর মোট 3 ভাগ স্বাদুজল।

ব্ল্যাকফুট রোগ কিসের প্রভাবে হয় ?

ব্ল্যাকফুট রোগ আর্সিনিকের প্রভাবে হয়।

নদী, দিঘি বা পুকুরে অজস্র প্রতিমা বিসর্জনের কারণে কি ক্ষতি হয় ?

অক্সিজেনের পরিমাণ হ্রাস ঘটে ও মাছ মারা যেতে পারে।

উপরোক্ত (MCQ) প্রশ্নগুলি নিয়ে কোনো আক্ষেপ থাকলে বা কোনো প্রশ্ন যদি বাদ গিয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন, যেটা থেকে আমরা সেই গুরত্বপূর্ণ প্রশ্নগুলি আবার আপনাদের জন্য প্রকাশনা করতে পারি। এই (MCQ) প্রশ্নগুলি নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য বা পরে অধ্যায়ন করার জন্য সরাসরি আমাদের ওয়েবসাইটে থেকে (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।