মৃত্তিকা দূষণের কারণ ?

0
মৃত্তিকা দূষণের কারণগুলি আলোচনা করো ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। মৃত্তিকা দূষণের কারণ এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

মৃত্তিকা দূষণের কারণগুলি আলোচনা করো ?

মৃত্তিকা বিভিন্ন ভাবে দূষিত হয়ে পড়ে নিম্নে মৃত্তিকা দূষণের কারণ সম্পর্কে বা উৎস সম্পর্কে আলোচনা করা হল। যথা-

  1. অগ্ন্যুৎপাত: অগ্নুৎপাতের সময় ভূ-অভ্যন্তর থেকে নির্গত লাভা, ছাই, রাসায়নিক পদার্থ প্রভৃতি উপরে এসে মৃত্তিকার সঙ্গে মৃত্তিকা দূষণ করে।
  2. কৃষিকাজ: ক্রমাগত খাদ্যের জোগানের তাগিদে কৃষিকাজ করার সময় বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহার করার ফলে কৃষিজমির উর্বরতা নষ্ট হয়ে যায় এবং মৃত্তিকা দূষণ করতে সাহায্য করে।
  3. নগরায়ন: নগরায়ন ক্রমাগত বৃদ্ধির ফলে বসতির চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, ফলস্বরূপ অরণ্য নিধন করে বসতি স্থাপন করা হচ্ছে এবং যার প্রত্যক্ষ প্রভাব মৃত্তিকা ক্ষয়। এর ফলে মৃত্তিকা দূষিত হয়।
  4. যানবাহন: যানবাহনের দ্রুত বৃদ্ধির ফলে যানবাহনজাত ধোঁয়া বায়ুদূষণ হতে সাহায্য করে। পরে তা অ্যাসিড বৃষ্টি রূপে পৃথিবীর বুকে ঝরে পড়ে মৃত্তিকা দূষণ ঘটায়।
  5. গৃহস্থালি: গৃহস্থালির বিভিন্ন আবর্জনা মৃত্তিকা দূষণ ঘটায়। 
  6. শিল্প উৎপাদন: ইহা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে মৃত্তিকা দূষণ ঘটায়। 
  7. রেচন পদার্থ: গ্রামগঞ্জে বা বস্তি এলাকায় যেখানে সেখানে মল-মূত্র ত্যাগ করার ফলে মৃত্তিকা দূষিত হয়ে পড়ে।

উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।