আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা মাটিদূষণের কিছু গুরুত্বপূর্ণ (MCQ) প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নগুলি পরীক্ষার জন্য খুবই উপযোগী। এই প্রশ্নগুলি অধ্যায়ন করলে খুব সহজেই পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতে পারবে।
তেজস্ক্রিয় বর্জ্যের উৎস কি ?
তেজস্ক্রিয় বর্জ্যের উৎস হলো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।
মাটিদূষণের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে ?
মাটিদূষণের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কেঁচো।
ভোপাল দুর্ঘটনার জন্য দায়ী কোন গ্যাস ?
ভোপাল দুর্ঘটনার জন্য দায়ী বিষাক্ত গ্যাস।
বাড়ি, বাজার, হাসপাতাল, শহরের আবর্জনার স্তুপে কি জন্মায় ?
বাড়ি, বাজার, হাসপাতাল, শহরের আবর্জনার স্তুপে ভাইরাস ও ব্যাকটেরিয়া জন্মায়।
চেরনোবিল দুর্ঘটনা কত সালে ঘটে ছিলো ?
চেরনোবিল দুর্ঘটনা 1986 সালে ঘটে ছিলো।
একই শস্যের বহুবার চাষের ফলে মাটির কি পরিবর্তন হয় ?
একই শস্যের বহুবার চাষের ফলে মাটির উর্বরতা কমে যায়।
অম্লবৃষ্টির ফলে কি দূষিত হয় ?
অম্লবৃষ্টির ফলে জল ও মাটি দূষিত হয়।
অজৈব সার ব্যবহারের ফলে জমির কি পরিবর্তন হয় ?
অজৈব সার ব্যবহারের ফলে জমির অম্লত্ব বাড়ে।
কলকারখানার ধোঁয়ার জন্য কি সৃষ্টি হয় ?
কলকারখানার ধোঁয়ার জন্য অম্লবৃষ্টি হয়।
মাটির একটি উল্লেখযোগ্য দৃষকের নাম লেখো ?
মাটির একটি উল্লেখযোগ্য দৃষকের নাম প্লাস্টিক।
তেজস্ক্রিয় বর্জ্যের উৎস কি ?
তেজস্ক্রিয় বর্জ্যের উৎস পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।
গৃহস্থালির আবর্জনার উদাহরণ কি ?
গৃহস্থালির আবর্জনার উদাহরণ ফলমূলের খোসা।
পুরুলিয়ার মাটি কেমন প্রকৃতির ?
পুরুলিয়ার মাটি রুক্ষ প্রকৃতির।
চেরনোবিল দুর্ঘটনার জন্য দায়ী কোন গ্যাস ?
চেরনোবিল দুর্ঘটনার জন্য দায়ী পারমাণবিক তেজস্ক্রিয়তা।
মাটিতে সিমেন্ট, ইট, কাঠ, পাথর ও বিভিন্ন ময়লা ফেলার জন্য কি সৃষ্টি হয় ?
মাটিতে সিমেন্ট, ইট, কাঠ, পাথর ও বিভিন্ন ময়লা ফেলার জন্য মাটিদূষণ হয়।
মাটির সঙ্গে প্লাস্টিক মিশে তার স্বাভাবিক উর্বরাশক্তিকে কি পরিবর্তন করে ?
মাটির সঙ্গে প্লাস্টিক মিশে তার স্বাভাবিক উর্বরাশক্তিকে কমায়।
অতিরিক্ত জলসেচের ফলে মৃত্তিকায় কি বৃদ্ধি পায় ?
অতিরিক্ত জলসেচের ফলে মৃত্তিকায় লবণতা বৃদ্ধি পায়।
মৃত্তিকায় জৈবরুপে পচনশীল নয় এমন একটি বস্তুর নাম লেখো ?
মৃত্তিকায় জৈবরুপে পচনশীল নয় এমন একটি বস্তুর নাম প্লাস্টিক।
অ্যাসিড বৃষ্টি কোন অঞ্চলে দেখা যায় ?
অ্যাসিড বৃষ্টি শহরাঞ্চলে দেখা যায়।
চেরনোবিল দুর্ঘটনার জন্য দায়ী কোন গ্যাস ?
চেরনোবিল দুর্ঘটনার জন্য দায়ী পারমাণবিক তেজস্ক্রিয়তা।
মাটিদূষণ ঘটায় না কি ?
মাটিদূষণ ঘটায় না জৈব সার।
তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত কোন পদার্থ মাটিদূষণের জন্য দায়ী ?
তাপবিদ্যুৎকেন্দ্র থেকে নির্গত ফ্লাই অ্যাশ মাটিদূষণের জন্য দায়ী।
পরিপোষক দূষণ দেখা যায় কোন ক্ষেত্রে ?
পরিপোষক দূষণ দেখা যায় কৃষিক্ষেত্রে।
উপরোক্ত (MCQ) প্রশ্নগুলি নিয়ে কোনো আক্ষেপ থাকলে বা কোনো প্রশ্ন যদি বাদ গিয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন, যেটা থেকে আমরা সেই গুরত্বপূর্ণ প্রশ্নগুলি আবার আপনাদের জন্য প্রকাশনা করতে পারি। এই (MCQ) প্রশ্নগুলি নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য বা পরে অধ্যায়ন করার জন্য সরাসরি আমাদের ওয়েবসাইটে থেকে (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।