শব্দদূষণ (MCQ) অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর –

0
শব্দদূষণ (MCQ) অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর -

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা শব্দদূষণের কিছু গুরুত্বপূর্ণ (MCQ) প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নগুলি পরীক্ষার জন্য খুবই উপযোগী। এই প্রশ্নগুলি অধ্যায়ন করলে খুব সহজেই পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতে পারবে।

Advertisement

কাজে ভুল হওয়া ও কাজ করতে ভালো না লাগার প্রধান কারণ কি ?

একটানা জোরে শব্দ হওয়ার জন্য।

শব্দদূষণ নিয়ন্ত্রণ কিভাবে সম্ভব ?

সাইলেন্সর মাধ্যমে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব।

শব্দদূষণের ফলে সৃষ্ট একটি রোগের নাম লেখো ?

 শব্দদূষণের ফলে হৃৎপিণ্ডের রোগ হয়।

মানুষ এবং অন্যান্য প্রাণীদের ক্ষতি হয় সাধারণত ?

65 ডেসিবেলের বেশি শব্দের থেকে।

বিমানবন্দরে যারা কাজ করেন তারা কিছুদিন পরে কানে কম শোনার কারণ কি ?

শব্দদূষণের ফলে বিমানবন্দরে যারা কাজ করেন তারা কিছুদিন পরে কানে কম শোনেন।

সাধারণ কথাবার্তায় শব্দের তীব্রতা সাধারণত কত থাকে ?

সাধারণ কথাবার্তায় শব্দের তীব্রতা 65 ডেসিবেল থাকে।

লাউডস্পিকারের শব্দের তীব্রতা কত থাকে ?

লাউডস্পিকারের শব্দের তীব্রতা 80 ডেসিবেল থাকে।

সাইলেন্স বোর্ড বিশেষত কোথায় লাগানো থাকে ?

সাইলেন্স বোর্ড বিশেষত হাসপাতালের সামনে লাগানো থাকে।

স্কুল, কলেজ, হাসপাতাল ও বাড়ির চারপাশে গাছ লাগালে শব্দদূষণের মাত্রা কমার কারণ কি ?

গাছপালা তীব্র শব্দ প্রতিরোধ করে তার ফলে শব্দদূষণের মাত্রা কমে।

শব্দের তীব্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কি ?

শব্দের তীব্রতা পরিমাপ করার যন্ত্রের নাম ডেসিবেল মিটার।

300 মিটার দূরের জেট প্লেনের তীব্রতা কত থাকে ?

300 মিটার দূরের জেট প্লেনের তীব্রতা 100 ডেসিবেল থাকে।

সাইরেনের শব্দের তীব্রতা কত থাকে ?

সাইরেনের শব্দের তীব্রতা 130 ডেসিবেল থাকে।

গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে শব্দদূষণের প্রভাব কেমন ?

গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে শব্দদূষণের প্রভাব বেশি।

উপরোক্ত (MCQ) প্রশ্নগুলি নিয়ে কোনো আক্ষেপ থাকলে বা কোনো প্রশ্ন যদি বাদ গিয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন, যেটা থেকে আমরা সেই গুরত্বপূর্ণ প্রশ্নগুলি আবার আপনাদের জন্য প্রকাশনা করতে পারি। এই (MCQ) প্রশ্নগুলি নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য বা পরে অধ্যায়ন করার জন্য সরাসরি আমাদের ওয়েবসাইটে থেকে (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।