অ্যান্টার্কটিকা অভিযান ?

0
ডিসেম্বর মাসে বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকা অভিযানে যান কেন ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। ডিসেম্বর মাসে বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকা অভিযানে যান কেন এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

ডিসেম্বর মাসে বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকা অভিযানে যান কেন ?

23 শে সেপ্টেম্বরের পর থেকে পৃথিবী তার কক্ষপথের এমন অবস্থানে আসে যখন সূর্যের লম্বরশ্মি ক্রমশ দক্ষিণ গোলার্ধে পড়তে থাকে। ফলে দক্ষিণ গোলার্ধে ক্রমশ দিন বড়ো আর রাত ছোটো হতে থাকে। অর্থাৎ, দক্ষিণ গোলার্ধে দিনের আলো অনেকক্ষণ পাওয়া যায়। সারাদিন ধরে এই গোলার্ধ সূর্যের তাপে উত্তপ্ত হয় অথচ রাত ছোটো হওয়ায় ঠাণ্ডা হওয়ার তেমন সুযোগ পায় না। দিনের পর দিন এই অবস্থা চললে দক্ষিণ গোলার্ধে গরম বাড়তে থাকে। 22শে ডিসেম্বর মকরসংক্রান্তির দিন পৃথিবী তার কক্ষপথের এমন অবস্থানে আসে যে দক্ষিণ গোলার্ধের মকরক্রান্তি রেখার ওপর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। এই দিন দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড়ো ও রাত সবচেয়ে ছোটো হয়। সূর্যের দক্ষিণায়নের এই সময়টা দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল।

পৃথিবীর দক্ষিণ গোলার্ধে দক্ষিণ মেরু বা কুমেরুকে কেন্দ্র করে বৃত্তাকারে অবস্থিত চিরতুষারময় অ্যান্টার্কটিকা মহাদেশের তাপমাত্রা গ্রীষ্মকালেই থাকে হিমাঙ্কেরও 40° সেলসিয়াস নীচে (-40°C) আর শীতকালে থাকে আরও অনেক কম। শীতকালে এখানে ক্রমাগত তুষারপাত এবং ভয়াবহ তুষারঝড় হয়। এই আবহাওয়াতে শীতকালে অ্যান্টার্কটিকায় বৈজ্ঞানিক গবেষণা করা তো দূরের কথা, পদাপর্ণ করাও অসম্ভব হয়ে পড়ে। তাই বৈজ্ঞানিক গবেষণা চালানোর জন্য বিজ্ঞানীরা অ্যান্টর্কটিকার ভয়াবহ শীতকালের তুলনায় মন্দের ভালো গ্রীষ্মকালকেই অর্থাৎ ডিসেম্বর মাসকেই বেছে নেন।

উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।