আফ্রিকা মহাদেশ (MCQ) অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর –

0
আফ্রিকা মহাদেশ (MCQ) অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর -

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা আফ্রিকা মহাদেশের কিছু গুরুত্বপূর্ণ (MCQ) প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নগুলি পরীক্ষার জন্য খুবই উপযোগী। এই প্রশ্নগুলি অধ্যায়ন করলে খুব সহজেই পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতে পারবে।

Advertisement

সুদানে নীলনদের অববাহিকায় কি রকম জলবায়ু দেখা যায় ?

সুদানে নীলনদের অববাহিকায় সাভানা জলবায়ু পরিলক্ষিত হয়।

আফ্রিকার ক্রান্তীয় তৃণভূমিটির নাম কি ?

আফ্রিকার ক্রান্তীয় তৃণভূমিটির নাম সাভানা।

নাইজার নদী কোন উপসাগরে পতিত হয়েছে ?

নাইজার নদী গিনি উপসাগরে পতিত হয়েছে।

আফ্রিকার কোন অংশে সাহারা মরুভূমি অবস্থিত ?

আফ্রিকার দক্ষিণ অংশে সাহারা মরুভূমি অবস্থিত

মরুভূমিতে উটকে কি বলে ?

মরুভূমিতে উটকে মরু জাহাজ বলে

সাহারা মরুভূমির একটি মরুদ্যানের নাম লেখো ?

সাহারা মরুভূমির একটি মরুদ্যানের নাম টিমিমন

নীলনদের বদ্বীপ অংশে কি ধরণের জলবায়ু দেখা যায় ?

নীলনদের বদ্বীপ অংশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়

নীলনদ অববাহিকার একটি গুরুত্বপূর্ণ শহরের নাম লেখো ?

নীলনদ অববাহিকার একটি গুরুত্বপূর্ণ শহরের নাম কায়রো

হোয়াইট নীল নদের উৎস বুরুন্ডি মালভূমি অঞ্চলে কি ধরণের জলবায়ু বিরাজ করে ?

হোয়াইট নীল নদের উৎস বুরুন্ডি মালভূমি অঞ্চলে নিরক্ষীয় জলবায়ু বিরাজ করে

সাহারা মরুভূমির যেসব স্থান শিলাময় তাকে কি বলে ?

সাহারা মরুভূমির যেসব স্থান শিলাময় তাকে হামাদা বলে

আফ্রিকার নদীগুলির প্রকৃতি কেমন ?

আফ্রিকার নদীগুলির প্রকৃতি খরস্রোতা

নীলনদের ওপর তৈরি হওয়া বাঁধটির নাম কি ?

 নীলনদের ওপর তৈরি হওয়া বাঁধটির নাম আসোয়ান বাঁধ

আফ্রিকার কোন অংশে চিনদেশীয় জলবায়ু দেখা যায় ?

আফ্রিকার দক্ষিণ-পূর্ব উপকূল অঞ্চলে চিনদেশীয় জলবায়ু দেখা যায়

আফ্রিকা মহাদেশের দক্ষিণ-পশ্চিমে কোন মরুভূমি অবস্থিত ?

আফ্রিকা মহাদেশের দক্ষিণ-পশ্চিমে নামিব মরুভূমি অবস্থিত

নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের অন্তর্গত একটি বৃক্ষের নাম লেখো ?

নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের অন্তর্গত একটি বৃক্ষের নাম মেহগনি

সাহারা মরুভূমির আয়তন ভারতের আয়তনের প্রায় কত গুন ?

সাহারা মরুভূমির আয়তন ভারতের আয়তনের প্রায় 2.5 গুণ

সাহারা মরুভূমির কোন অঞ্চলে চাষ লক্ষ করা যায় ?

সাহারা মরুভূমির ওয়াদি অঞ্চলে চাষ লক্ষ করা যায়

নীলনদের বদ্বীপ অংশে কোন জলবায়ু দেখা যায় ?

 নীলনদের বদ্বীপ অংশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়

আফ্রিকার কোন দিকে সাহারা মরুভূমি অবস্থিত ?

আফ্রিকার দক্ষিণ দিকে সাহারা মরুভূমি অবস্থিত

নাইজার নদী কোন উপসাগরে পতিত হয়েছে ?

নাইজার নদী গিনি উপসাগরে পতিত হয়েছে

আফ্রিকার উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিম অংশে কি ধরণের জলবায়ু দেখা যায় ?

আফ্রিকার উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিম অংশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়

আফ্রিকা বিশ্বের কত তম মহাদেশ ?

 আফ্রিকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ

আফ্রিকা মহাদেশের ক্ষেত্রফল কত ?

আফ্রিকা মহাদেশের ক্ষেত্রফল 3 কোটি 2 লক্ষ বর্গকিমি

পৃথিবীবিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাতটি সৃষ্টি হয়েছে কোন নদীর গতি পথে ?

পৃথিবীবিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাতটি সৃষ্টি হয়েছে জাম্বেসি নদীর গতিপথে

আফ্রিকার নদীগুলির প্রকৃতি কেমন ?

আফ্রিকার নদীগুলির প্রকৃতি খরস্রোতা

সাহারা মরুভূমির অভ্যন্তরের একটি শহরের নাম লেখো ?

সাহারা মরুভূমির অভ্যন্তরের একটি শহরের নাম ত্রিপোলি

সুদানের খাটুম থেকে মিশরের আসোয়ান পর্যন্ত নীলনদের গতিপথে কয়টি জলপ্রপাত দেখা যায় ?

সুদানের খাটুম থেকে মিশরের আসোয়ান পর্যন্ত নীলনদের গতিপথে 6 টি জলপ্রপাত দেখা যায়

দক্ষিণ আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম কি ?

দক্ষিণ আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম ভেল্ড

সাহারার গ্রীষ্মকালীন দিনেরবেলায় প্রবল ‘বালিঝড়’ কি নামে পরিচিত ?

সাহারার গ্রীষ্মকালীন দিনেরবেলায় প্রবল ‘বালিঝড়’ সাইমুম নামে পরিচিত

নীলনদের তীরে কোন সভ্যতা গড়ে উঠেছে ?

নীলনদের তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছে

উপরোক্ত (MCQ) প্রশ্নগুলি নিয়ে কোনো আক্ষেপ থাকলে বা কোনো প্রশ্ন যদি বাদ গিয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন, যেটা থেকে আমরা সেই গুরত্বপূর্ণ প্রশ্নগুলি আবার আপনাদের জন্য প্রকাশনা করতে পারি। এই (MCQ) প্রশ্নগুলি নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য বা পরে অধ্যায়ন করার জন্য সরাসরি আমাদের ওয়েবসাইটে থেকে (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।