পৃথিবীর অন্দরমহল (MCQ) অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর –

0
পৃথিবীর অন্দরমহল (MCQ) অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর -

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা পৃথিবীর অন্দরমহলের কিছু গুরুত্বপূর্ণ (MCQ) প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নগুলি পরীক্ষার জন্য খুবই উপযোগী। এই প্রশ্নগুলি অধ্যায়ন করলে খুব সহজেই পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতে পারবে।

Advertisement

পৃথিবীর গভীরে মানুষ সশরীরে কতটা আজ অবধি পৌঁছোতে পেরেছে ?

পৃথিবীর গভীরে মানুষ সশরীরে এক শতাংশও নয় পৌঁছোতে পারেনি।

পৃথিবীর কঠিন বহিরাবরণকে কি বলে ?

পৃথিবীর কঠিন বহিরাবরণকে ভূপৃষ্ঠ বলে।

পৃথিবীর ব্যাসার্ধ কত কিমি ?

 পৃথিবীর ব্যাসার্ধ 6370 কিমি।

অগ্ন্যুৎপাতের মাধ্যমে নির্গত অর্ধগলিত সান্দ্র পদার্থকে কি বলে ?

অগ্ন্যুৎপাতের মাধ্যমে নির্গত অর্ধগলিত সান্দ্র পদার্থকে ম্যাগমা বলে।

পৃথিবীর সৃষ্টি থেকে বর্তমানকাল পর্যন্ত পরিসরকে কি বলে ?

পৃথিবীর সৃষ্টি থেকে বর্তমানকাল পর্যন্ত পরিসরকে ভূতাত্ত্বিক কাল বলে।

পৃথিবীর গভীরতম খনি কিসের খনি ?

 পৃথিবীর গভীরতম খনিটি সোনার খনি।

ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কত ?

ভূপৃষ্ঠের গড় ঘনত্ব 2.6-3.3 (গ্রাম / ঘন সেমি)।

বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলকে বিচ্ছিন্ন করেছে কোন রেখা ?

বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলকে বিচ্ছিন্ন করেছে লেহম্যান বিযুক্তিরেখা।

সবচেয়ে দ্রুতগামী ভূমিকম্প তরঙ্গ কোনটি ?

 সবচেয়ে দ্রুতগামী ভূমিকম্প তরঙ্গ P তরঙ্গ।

পৃথিবীর অন্দরমহল বলতে কাকে বোঝায় ?

পৃথিবীর অন্দরমহল বলতে ভূগর্ভকে বোঝায়।

পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত ?

পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা 15 °সে।

ভূঅভ্যন্তরের গলিত সান্দ্র পদার্থকে কি বলে ?

ভূঅভ্যন্তরের গলিত সান্দ্র পদার্থকে ম্যাগমা বলে।

সিয়াল ও সিমা স্তরের মাঝে কি অবস্থিত ?

সিয়াল ও সিমা স্তরের মাঝে কনরাড অবস্থিত।

ভূত্বক আর গুরুমন্ডলের মাঝে কি অবস্থিত ?

ভূত্বক আর গুরুমন্ডলের মাঝে মোহোরোভিসিক অবস্থিত।

পৃথিবীর কঠিন বহিরাবরণকে কি বলে ?

পৃথিবীর কঠিন বহিরাবরণকে ভূপৃষ্ঠ বলে।

পৃথিবীর কেন্দ্রের চাপ ভূত্বক অপেক্ষা কত গুন ভারী ?

পৃথিবীর কেন্দ্রের চাপ ভূত্বক অপেক্ষা 30 লক্ষ গুণ ভারী।

‘Journey To The Centre Of The Earth’— বইটির লেখকের নাম লেখো ?

‘Journey To The Centre Of The Earth’— বইটির লেখকের নাম জুল ভার্নে।

পৃথিবীর গভীরতম গর্তটির নাম কি ?

পৃথিবীর গভীরতম গর্তটির নাম কোলা।

পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত ?

পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা 15 °সে।

সিয়াল কোন্ শিলা দ্বারা গঠিত হয় ?

সিয়াল গ্রানাইট শিলা দ্বারা গঠিত হয়।

কেন্দ্রমণ্ডলের পদার্থসমূহ প্রচণ্ড তাপ ও চাপে কোন অবস্থায় আছে ?

কেন্দ্রমণ্ডলের পদার্থসমূহ প্রচণ্ড তাপ ও চাপে স্থিতিস্থাপক বা সান্দ্র অবস্থায় রয়েছে।

শিলামণ্ডলের বাইরের অংশকে কি বলে ?

শিলামণ্ডলের বাইরের অংশকে ভূত্বক বলে।

পৃথিবীর মহাসাগরগুলির তলদেশ কি দিয়ে গঠিত ?

পৃথিবীর মহাসাগরগুলির তলদেশ সিলিকন ও ম্যাগনেশিয়াম দিয়ে গঠিত।

উপরোক্ত (MCQ) প্রশ্নগুলি নিয়ে কোনো আক্ষেপ থাকলে বা কোনো প্রশ্ন যদি বাদ গিয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন, যেটা থেকে আমরা সেই গুরত্বপূর্ণ প্রশ্নগুলি আবার আপনাদের জন্য প্রকাশনা করতে পারি। এই (MCQ) প্রশ্নগুলি নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য বা পরে অধ্যায়ন করার জন্য সরাসরি আমাদের ওয়েবসাইটে থেকে (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।