নিশীথ সূর্য কাকে বলে?

0
নিশীথ সূর্য কাকে বলে ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। নিশীথ সূর্য কাকে বলে এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

নিশীথ সূর্য কাকে বলে ?

21শে মার্চ থেকে 22শে জুন বা জুলাই পর্যন্ত সময়ে সুমেরুতে যখন একটানা দিনের আলো থাকে তখন উত্তর গোলার্ধে সুমেরুবৃত্তের (6620 উত্তর অক্ষাংশ) উত্তরে অবস্থিত কানাডা, ডেনমার্ক, আলাস্কা, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ডের বেশ কিছু অঞ্চলে স্থানীয় সময় অনুসারে গভীর রাত্রিতেও কিছু সময়ের জন্য আকাশের দিগন্তরেখায় সূর্যকে দেখা যায়, একে নিশীথ সূর্য বলে। নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সময়ে রাত্রিবেলায় সূর্যকে স্পষ্ট দেখা যায় বলে, একে মধ্যরাত্রির সূর্য বা নিশীথ সূর্য (Midnight Sun) বলা হয়। এই সময়ে দক্ষিণ গোলার্ধে কুমেরুবৃত্তের দক্ষিণের অঞ্চলগুলো দিনের অধিকাংশ সময়ে অন্ধকারাচ্ছন্ন থাকে।

উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।