মেঘ বৃষ্টি (MCQ) অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর –

0
মেঘ বৃষ্টি (MCQ) অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর -

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা মেঘ বৃষ্টির কিছু গুরুত্বপূর্ণ (MCQ) প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নগুলি পরীক্ষার জন্য খুবই উপযোগী। এই প্রশ্নগুলি অধ্যায়ন করলে খুব সহজেই পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতে পারবে।

Advertisement

বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হয় কোন মেঘ থেকে ?

বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হয় কিউমুলোনিম্বাস মেঘ থেকে।

মেঘের মধ্যে জলকণাগুলির ব্যাস কত মিমি ?

মেঘের মধ্যে জলকণাগুলির ব্যাস 0.02মিমি।

মাঝারি উচ্চতায় কোন মেঘ একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় ?

মাঝারি উচ্চতায় অল্টোস্ট্র্যাটাস মেঘ একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়।

Bumpy Cloud কি ?

সিরোকিউমুলাস মেঘ।

চাঁদ ও সূর্যের চারপাশে বলয়ের বলয়ের আকারে অবস্থানকারী মেঘের নাম কি ?

চাঁদ ও সূর্যের চারপাশে বলয়ের বলয়ের আকারে অবস্থানকারী মেঘের নাম সিরোস্ট্র্যাটাস।

সূর্যের তাপে জলের তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থার পরিবর্তিত হওয়াকে কি বলে ?

সূর্যের তাপে জলের তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থার পরিবর্তিত হওয়াকে বাস্পীভবন বলে।

একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম লেখো ?

একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম শিলং।

সাধারণ মেঘের জলকণাগুলোর ব্যাস কত ?

সাধারণ মেঘের জলকণাগুলির ব্যাস 0.02 মিমি। 

বৃষ্টিপাত কয়প্রকার ও কী কী ? 

বৃষ্টিপাত তিনপ্রকার, যথা- (1)পরিচলন, (2)শৈলোৎক্ষেপ, (3)ঘূর্ণবাত।

ক্রান্তীয় ঘূর্ণবাত ক্যারিবিয়ান সাগরে কি নামে পরিচিত ?

ক্রান্তীয় ঘূর্ণবাত ক্যারিবিয়ান সাগরে ‘হ্যারিকেন’ নামে পরিচিত।

সবথেকে উচ্চতম মেঘের উচ্চতা কত ?

সবথেকে উচ্চতম মেঘের উচ্চতা 20,000 ফুট।

নিম্ন উচ্চতার মেঘের গড় উচ্চতা কত ?

নিম্ন উচ্চতার মেঘের গড় উচ্চতা 6500 ফুট।

স্ট্র্যাটোকিউমুলাস মেঘের অপর নাম কী ?

স্ট্র্যাটোকিউমুলাস মেঘের অপর নাম Bumpy cloud (বাম্পি ক্লাউড)।

বায়ুর কোন্ স্তরে মেঘ সৃষ্টি হয় ? 

বায়ুর টুপোস্ফিয়ার স্তরে মেঘ সৃষ্টি হয়।

বাষ্পীভবন কী ? 

জল যখন বাষ্পে পরিণত হয় তাকে বাষ্পীভবন বলে।

গ্লিট কী ? 

জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপকে গ্লিট বলে।

পশ্চিমবঙ্গে কোন্ সময় শিলাবৃষ্টি ঘটে ?

পশ্চিমবঙ্গে বসন্তকালে ও গ্রীষ্মকালে শিলাবৃষ্টি ঘটে।

বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?

রেনগজ যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাণ মাপা হয়।

শিশিরাঙ্ক কাকে বলে ? 

 যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাই হল ওই বায়ুর শিশিরাঙ্ক।

ঘনীভবন কী ? 

জলীয়বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হল ঘনীভবন।

অনুবাত ঢাল কাকে বলে ? 

যে ঢাল বরাবর বায়ু নীচে নামে তাকে পর্বতের অনুবাত ঢাল বলে।

চেরাপুঞ্জি ও শিলং -এর মধ্যে দূরত্ব কত ? 

চেরাপুঞ্জি ও শিলং এর মধ্যে দূরত্ব 56 কিমি।

চেরাপুঞ্জিতে গড় বৃষ্টিপাত কত হয় ?

চেরাপুঞ্জিতে গড় বৃষ্টিপাত 11,777 মিমি।

পর্বতের কোন্ ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টি ঘটে ?

পর্বতের প্রতিবাত ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টি ঘটে।

বঙ্গোপসাগরে যে ঘূর্ণবাত দেখা যায় তার নাম কী ?

বঙ্গোপসাগরে যে ঘূর্ণবাত দেখা যায় তার নাম সাইক্লোন।

হ্যারিকেন ঘূর্ণবাত কোন্ অঞ্চলে দেখা যায় ? 

হ্যারিকেন ঘূর্ণবাত ক্যারিবিয়ান সাগর অঞ্চলে দেখা যায়।

ঘূর্ণবাতের চোখ কাকে বলে ?

ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ুর চাপ সবচেয়ে কম থাকে, এই অংশের নাম ঘূর্ণবাতের চোখ বলে।

স্লিট কি ?

জলকণা ও তুষার কণার আংশিক মিশ্রিত রূপকে স্লিট বলে।

শিশিরাঙ্ক কাকে বলে ?

যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত তা হল ঐ বায়ুর শিশিরাঙ্ক।

বায়ুমণ্ডলের কোন্‌ স্তরে আবহাওয়ার পরিবর্তন ঘটে ?

বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে আবহাওয়ার পরিবর্তন ঘটে।

বৃষ্টিপাত পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?

বৃষ্টিপাত পরিমাপ করা হয় রেনগজের যন্ত্রের সাহায্যে।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ( Drizzle ) কাকে বলে ?

0.5 মিমি এর কম ব্যাসযুক্ত খুব ছোটো ছোটো জলকণা ভূপৃষ্ঠে ঝরে পড়লে তাকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বলে।

প্রতিবাত ঢাল কাকে বলে ?

পর্বতের যে ঢাল বরাবর বায়ু উপরের দিকে ওঠে ও বৃষ্টিপাত ঘটায় সেই ঢালই হল পর্বতের প্রতিবাত ঢাল। 

সিরাস মেঘ কীরুপ দেখতে ?

সিরাস মেঘ স্বচ্ছ ও সাদা রঙের এবং দেখতে অনেকটা হালকা পালকের মতো।

‘ম্যাকারেল আকাশ‘ কাকে বলে ?

পেঁজা তুলোর মতো দেখতে সিরোকিউমুলাস মেঘে আকাশ ছেয়ে গেলে তাকে ‘ ম্যাকারেল , আকাশ ’ বলে।

অল্টোস্ট্যাটাস মেঘ কীসের পূর্বাভাস দেয় ?

অল্টোস্ট্রাটাস মেঘ একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়।

উপরোক্ত (MCQ) প্রশ্নগুলি নিয়ে কোনো আক্ষেপ থাকলে বা কোনো প্রশ্ন যদি বাদ গিয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন, যেটা থেকে আমরা সেই গুরত্বপূর্ণ প্রশ্নগুলি আবার আপনাদের জন্য প্রকাশনা করতে পারি। এই (MCQ) প্রশ্নগুলি নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য বা পরে অধ্যায়ন করার জন্য সরাসরি আমাদের ওয়েবসাইটে থেকে (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।