আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যে বিষয়টি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টি তারা অধ্যায়ন করলে খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। সৌরশক্তির অসুবিধা এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
Advertisement
সৌরশক্তির অসুবিধাগুলি কী কী ?
সৌরশক্তি উৎপাদনের অসুবিধাসমূহ:
- উৎপাদন ক্ষমতা: পিভি সেলের সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা খুবই কম। গৃহস্থালির চাহিদা পূরণ করা গেলেও বৃহদায়তন সৌরবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা বেশ কঠিন।
- উৎপাদন ব্যয়: এক একটি পিভি সেলের উৎপাদন ব্যয় অনেক বেশি। ফলে সৌরশক্তি কেন্দ্র স্থাপন করা সাধারণ মানুষের নাগালের বাইরে।
- সূর্যরশ্মির প্রভাব: সূর্যরশ্মির প্রখরতা ভূপৃষ্ঠের সর্বত্র সমান নয়। ফলে শীতল নাতিশীতোষ্ণ ও তুন্দ্রা জলবায়ু অঞ্চলে সৌরতাপ কম থাকায় সৌরশক্তি উৎপাদন করা কষ্টসাধ্য।
- বর্ষব্যাপী সমান উৎপাদন হয় না: ঋতুভেদে সূর্যরশ্মির প্রখরতার তারতম্য ঘটে বলে সারা বছর সৌরশক্তি সমান উৎপাদন করা যায় না। এছাড়া আকাশ মেঘে ঢাকলে সৌরশক্তি উৎপাদন বিঘ্নিত হয়।
- রাত: রাত্রে সৌরশক্তি উৎপাদন করা যায় না। বর্ষাকালে সৌরবিদ্যুৎ উৎপাদনে ব্যাঘাত ঘটে।
- ব্যবহার: সৌরশক্তি সব ধরনের কাজে ব্যবহার করা যায় না। ভারতে গৃহস্থালী কাজে সৌরশক্তি ব্যবহার অপেক্ষাকৃত বেশি হয়।
উপরোক্ত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। বিষয়টি নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য বা পরে অধ্যায়ন করার জন্য সরাসরি পিডিএফ(PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।