মানব জীবনে মালভূমির প্রভাব ?

0
মানব জীবনে মালভূমির প্রভাব আলোচনা করো ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। মানব জীবনে মালভূমির প্রভাব এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

মানব জীবনে মালভূমির প্রভাব আলোচনা করো ?

মানব জীবনে মালভূমির অপরিসীম প্রভাব রয়েছে, যেমন

  1. খনিজ সম্পদ: মালভূমিগুলি সাধারণত খনিজ সম্পদে সমৃদ্ধ হয়। (যেমন- ছোটোনাগপুর মালভূমি)।
  2. জলবিদ্যুৎ উৎপাদন: মালভূমির উপরিভাগ উঁচু-নীচু হওয়ায় এই অঞ্চল দিয়ে প্রবাহিত নদীগুলো খরস্রোতা, তাই এরা জলবিদ্যুৎ উৎপাদনের বিশেষ উপযোগী।
  3. জলবায়ু ও পশুপালন: বেশিভাগ মালভূমি শুষ্ক জলবায়ু অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম হলেও এখানকার বিস্তীর্ণ তৃণভূমিতে ব্যাপকভাবে পশুচারণ করার সুবিধা রয়েছে।
  4. কৃষি: মালভূমি অঞ্চলের প্রতিকূল জলবায়ু ও মাটি রুক্ষ হওয়ায় এখানে খুব কম পরিমাণে চাষ-বাস করা যায়।

উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।