মৃত্তিকা ক্ষয়ের ফলাফল ?

0
মৃত্তিকা ক্ষয়ের ফলাফল লেখো ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। মৃত্তিকা ক্ষয়ের ফলাফল  এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

মৃত্তিকা ক্ষয়ের ফলাফল লেখো ?

তোমরা মৃত্তিকাক্ষয়ের কারণ সম্পর্কে জানলে। এবার এই মৃত্তিকাক্ষয় কীভাবে কৃষিজমিসহ মাটির ভয়ংকর ক্ষতি করে তা জেনে নাও। মৃত্তিকাক্ষয়ের কুপ্রভাবগুলি হলো-

  1. উর্বর মৃত্তিকার উপরিস্তরের অপসারণ: মৃত্তিকার উপরিস্তরেই উদ্ভিদের বিভিন্ন খাদ্য থাকে (বিশেষত নাইট্রোজেন)। তাই মৃত্তিকাক্ষয়ে ওই স্তর অপসারিত হলে উদ্ভিদ খাদ্যের অপচয় হয়। ফলে মৃত্তিকা অনুর্বর হয়ে পড়ে। 
  2. ভৌমজলের উচ্চতা হ্রাস ও মাটির আর্দ্রতার পরিমাণ হ্রাস: প্রবল মৃত্তিকাক্ষয়ে জল নীচের দিকে যেতে পারে না তাই ভূপৃষ্ঠে ভৌমজলের উচ্চতার হ্রাস ঘটে এবং মৃত্তিকাক্ষয়ে মৃত্তিকার জৈব পদার্থ ধুয়ে চলে যায় তাই মাটির আর্দ্রতা কমে যায়। 
  3. মরু অঞ্চলের প্রসারণ: প্রচণ্ড বায়ুপ্রবাহে মরুভূমির বালি উড়ে যায় ও মরুভূমির আয়তন বাড়ে, যাকে আমরা মরুকরণ বলি। রাজস্থানের থর মরুভূমিতে এই সমস্যা রয়েছে। 
  4. বন্যা ও খরার প্রবণতা বৃদ্ধি: মৃত্তিকাক্ষয়জনিত বালি, পলি দ্বারা নদী, খাল, বিল মজে যায়। ফলে জলাধারের জলধারণ ক্ষমতা কমে গিয়ে অল্প বৃষ্টিতে বন্যা হয়। আবার মৃত্তিকাক্ষয়ে মৃত্তিকার ওপরের অংশ অপসারিত হওয়ায় চাষবাস হয় না, ফলে ওই অঞ্চলে খরা হয়। ভারতের চম্বল উপত্যকাতে এই কারণে প্রায়ই খরা হয়। 
  5. খাল ও নদীতে পলি সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি: কোনো নদী ও খালের তীরবর্তী অঞ্চলে উর্বর পলিমাটি সমৃদ্ধ কৃষিজমিতে প্রবল মৃত্তিকাক্ষয় হয়। এতে খাল ও নদীতে পলি সঞ্জয় বৃদ্ধি পায়, ফলে খাল ও নদী মজে যায়। 
  6. ভূমিধস: প্রচণ্ড বৃষ্টিতে পার্বত্য অঞ্চলে গালিক্ষয় হয়। ফলে এক সময় ভূমিধস হয়। দার্জিলিং, সিকিম হিমালয় ও নীলগিরি পার্বত্য অঞ্চলে এই সমস্যা রয়েছে। 
  7. অর্থনৈতিক সমৃদ্ধি ও সাংস্কৃতিক উন্নতিতে প্রতিবন্ধকতা বৃদ্ধি: মৃত্তিকাক্ষয়ের ফলে কৃষিকাজ হয় না, জলাভূমি, নদী মজে মাছ চাষ কম হয়, ভৌমজলস্তর নেমে জলসেচের সমস্যা হয়। ফলে এই অঞ্চলটির অর্থনেতিক সমৃদ্ধিতে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।

উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।