মৃত্তিকা ক্ষয় ?

0
মৃত্তিকা ক্ষয় বলতে কী বোঝো ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। মৃত্তিকা ক্ষয় এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

মৃত্তিকা ক্ষয় বলতে কী বোঝো ?

জলপ্রবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্রপ্রবাহ ও মানুষের বিভিন্ন কাজের ফলে ভূপৃষ্ঠের উপরিভাগ থেকে মৃত্তিকার অপসারণকেই আমরা মৃত্তিকাক্ষয় বলতে পারি। এই মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি তোমরা জেনে নাও- 

মৃত্তিকাক্ষয়ের কারণ:

মৃত্তিকার ওপরের স্তর নানাভাবে ক্ষয় হতে পারে। এগুলি হলো- 

  1. প্রবহমান জলধারা: জল দ্বারাই মৃত্তিকার ক্ষয়ীভবন বেশি হয়। এই ক্ষয় চার প্রকার। যেমন- 
    • চাদর বা সিট ক্ষয়: বৃষ্টির জলে মাটির ওপরের পাতলা স্তর অপসারণ হলো চাদর বা শিট ক্ষয়। 
    • রিল ক্ষয়: বর্ষার জলে মাটির ওপর সরু লম্বা অগভীর খাত বরাবর মাটির অপসারণ হলো রিল ক্ষয়। 
    • নালি ক্ষয়: ক্ষুদ্র ক্ষুদ্র নালার আকারে মৃত্তিকার অপসারণ হলো নালি ক্ষয়। 
    • গালি ক্ষয় বা খোয়াই ক্ষয়: নালি আরও চওড়া হয়ে মৃত্তিকার অপসারণ হলো গালি ক্ষয় বা খোয়াই ক্ষয়। এই মৃত্তিকাক্ষয় অত্যন্ত ভয়ংকর (যেমন- মধ্যপ্রদেশের চম্বল উপত্যকা)।
  2. বায়ুপ্রবাহ: মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে বায়ু প্রবলবেগে বাহিত হয়ে মৃত্তিকাক্ষয় ঘটায়। 
  3. বৃষ্টিপাতের প্রকৃতি: বৃষ্টিপাত যে অঞ্চলে খুব বেশি হয় সেখানে মৃত্তিকাক্ষয় বেশি হয়। আবার জলের ফোঁটা বড়ো বা ছোটো হলে মৃত্তিকাক্ষয় বেশি বা কম হয়। 
  4. ভূপ্রকৃতি: ভূমির ঢাল বেশি হলে মৃত্তিকাক্ষয় বেশি হয়। তাই পার্বত্য ও মালভূমি অঞ্চলে মৃত্তিকাক্ষয় সবচেয়ে বেশি হয়। আবার ভূমির ঢাল কম হলে মৃত্তিকাক্ষয়ও কম হয়। 
  5. জনসংখ্যারচাপ: জনসংখ্যার চাপ বৃদ্ধি পেলে কৃষিজমি, বাড়িঘর তৈরি বেশি প্রয়োজন, তাই মৃত্তিকাক্ষয় বাড়ে। 
  6. অনিয়ন্ত্রিত পশুচারণ: অধিক পশুচারণে ভূমির আচ্ছাদন হ্রাস পায়। ফলে মৃত্তিকাক্ষয় হয়। 
  7. অবৈজ্ঞানিক খনন: খনিজ সম্পদ আহরণ, রাস্তাঘাট নির্মাণ, নদী পরিকল্পনার মাধ্যমে বাঁধ নির্মাণ, ইটভাটা স্থাপনের সময় নানা অবৈজ্ঞানিক খনন হলে মৃত্তিকাক্ষয় হয়।
  8. ভূমিধস: পাহাড়ি অঞ্চলে শিলারাশি শিথিল হয়ে ভূমিধস হয়। আবার নদীপাড়ও ধসে গিয়ে নদী তীরবর্তী উর্বর কৃষিজমি নষ্ট হয়। 
  9. বৃক্ষচ্ছেদন: উদ্ভিদের শিকড় মৃত্তিকাকে ধরে রাখে এবং উদ্ভিদ বৃষ্টির ফোঁটাকে সরাসরি মৃত্তিকাতে পড়তে দেয় না। তাই বৃক্ষচ্ছেদনে মৃত্তিকাক্ষয় বাড়ে। 
  10. প্রথাগত কৃষি পদ্ধতি: অনিয়ন্ত্রিতভাবে ভূমি কর্ষণ, শস্যাবর্তনের অভাব, ধাপ ও ঝুমচাষের কারণে মৃত্তিকাক্ষয় হয়।

উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।