মানবজীবনের ওপর সমভূমির প্রভাব ?

0
মানবজীবনের ওপর সমভূমির প্রভাব উল্লেখ করো ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা ভূগোলের একটি গুরত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। মানবজীবনের ওপর সমভূমির প্রভাব এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

মানবজীবনের ওপর সমভূমির প্রভাব উল্লেখ করো ?

মানবজীবনের ওপর সমভূমির প্রভাব:

পৃথিবীতে অবস্থিত অন্যান্য যে-কোনো ভূমিরূপের মধ্যে সমভূমির গুরুত্ব সর্বাধিক এবং মানবজীবনে সমভূমির গুরুত্ব সবচেয়ে বেশি। কারণ সমভূমিকে উপলক্ষ্য করেই মানব জীবনের অধিকাংশ কর্মতৎপরতা পরিচালিত হয়ে থাকে। নিম্নে মানবজীবনের ওপর সমভূমির প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব আলোকিত হল

  1. নৌ পরিবহনে সমভূমির প্রভাব: পৃথিবীর অধিকাংশ নদীগুলির বেশিরভাগ অংশই সমভূমির ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীগুলি যোগাযোগের প্রকৃষ্ট মাধ্যম হিসাবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। সমভূমি অঞ্চলে পরিবহনে নদী সবচেয়ে সহজ, নিরাপদ এবং কম খরচের মাধ্যম হিসাবে ব্যবহৃত হয় বলে অন্যান্য যে-কোনো মাধ্যমের চেয়ে নদী পথে অধিক পণ্য পরিবাহিত হয়। 
  2. স্থল পরিবহনে সমভূমির গুরুত্ব: যোগাযোগের অন্যান্য মাধ্যমগুলিও সমভূমিতে সহজেই গড়ে তোলা যায়। ফলে স্থল পরিবহনে সমভূমি সর্বাধিক উন্নত ।
  3. সহজ জলসেচ ব্যবস্থা: সমভূমি অঞ্চলে সহজেই খাল কেটে পুকুর খনন করে, জলাশয় নির্মাণ করে, এমনকী কূপ ও নলকূপ বসিয়ে জলসেচ ব্যবস্থা গড়ে তোলা যায়।
  4. পৃথিবীর শ্রেষ্ঠ কৃষি অঞ্চল: সমভূমির অধিকাংশ এলাকা উর্বর, পলিগঠিত এবং সমতল প্রকৃতির হওয়ায় প্রচুর পরিমাণে ফসল উৎপাদিত হয়ে থাকে। এজন্য সমভূমিগুলি হল পৃথিবীর শ্রেষ্ঠ কৃষি অঞ্চল।
  5. ঘনবসতিপূর্ণ: মানুষের বসবাসের এবং জীবিকা অর্জনের সব রকম অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্তমান বলে সমভূমিগুলি ঘনবসতিপূর্ণ এবং মনুষ্যবসতির সবচেয়ে উপযুক্ত স্থান হিসাবে বিবেচিত। পৃথিবীর 90% লোক সমভূমি অঞ্চলে বসবাস করে থাকে।
  6. উন্নত পরিবহন ব্যবস্থা: ভূমি সমতল বলে এখানে পরিবহন ব্যবস্থাও উন্নত। রেলপথ ও সড়কপথেই কেবল সমভূমি উন্নত নয়, পাতাল রেল, নদীপথ প্রভৃতিতেও এগিয়ে।
  7. শিল্প স্থাপন: কৃষিজ কাঁচামাল, উন্নত পরিবহন ব্যবস্থা, সমতলভূমি, ঘন জনবসতি প্রভৃতি কারণে সমভূমি অঞ্চলে শিল্প গড়ে উঠতে সুবিধা হয় ।
  8. অলসতা: সহজে জীবিকা অর্জন করা যায় বলে সমভূমি অঞ্চলের অধিবাসীরা শ্রমবিমুখ ও অলস প্রকৃতির হয়ে থাকে।
  9. জলসেচ: সমভূমি অঞ্চলে নদী থেকে খাল খনন করা, কূপ ও নলকূপের মাধ্যমে সহজেই জলসেচ ব্যবস্থা করা সম্ভব হয়।
  10. শহর-নগর পত্তন: শিল্প ও ব্যাবসাবাণিজ্যের কেন্দ্র, প্রশাসনিক কেন্দ্র, শিক্ষাকেন্দ্র, যোগাযোগ কেন্দ্র প্রভৃতিকে ভিত্তি করে সমভূমি অঞ্চলে বড়ো বড়ো শহর ও নগর গড়ে ওঠে।

উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নের বিষয়টি নিজের কাছে সংরক্ষিত করার জন্য বা পরে অধ্যায়ন করার ক্ষেত্রে সরাসরি (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।