খনিজ তেলের উৎপত্তি ?

0
খনিজ তেলের উৎপত্তি কীভাবে ঘটে?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে খুব সহজেই পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতে পারবে। খনিজ তেলের উৎপত্তি এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

খনিজ তেলের উৎপত্তি কীভাবে ঘটে?

খনিজ তেলের উৎপত্তি:

খনিজ তেলের উৎপত্তি সম্পর্কে দুটি তত্ত্ব রয়েছে- অজৈব তত্ত্ব। অজৈব তত্ত্ব

জৈবতত্ত্ব:

  1. টার্শিয়ারি যুগে (5-6 কোটি বছর আগে) অসংখ্য অতি সূক্ষ্ম সামুদ্রিক ব্যাকটরিয়া, উদ্ভিদ ও প্রাণীকোশ (ফ্লোরামিনিফ্লোরা) ও মৃত জীবদেহ সামুদ্রিক অবক্ষেপের সঙ্গে সঙ্গে মহিসোপান, মহিখাত, অগভীর সমুদ্র,নদীমোহনা, প্রাচীন জলাভূমি বা হ্রদ তলদেশে পাললিকে শিলাস্তরের মধ্যে চাপা পড়ে।
  2. চাপাপড়া জীবদেহ অবায়ুজীবী ব্যাকটেরিয়া বিয়োজিত করে অক্সিজেন (O2) এবং নাইট্রোজেন (N.)-কে অপসারিত করে এবং হাইড্রোজেন ও কার্বনের যৌগ তথা খনিজ তেল গঠন করে।
  3. আবার অনেকের মতে, জলরাশি, শিলাস্তর ও জৈব পদার্থের অত্যধিক চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় ভূত্বকে চাপাপড়া জীবদেহ নিঃসৃত নির্যাস হাইড্রোজেন ও কার্বনের দ্রবণে পরিণত হয়ে খনিজ তেলের সৃষ্টি হয় এবং তা সচ্ছিদ্র পাললিক স্তরে সজ্জিত থাকে।

অজৈব তত্ত্ব:

রুশ বিজ্ঞানী শাখিনিন-এর মতে, শিলাস্তরে সজ্জিত কার্বাইড ও জলের রাসায়নিক বিক্রিয়ার ফলে খনিজ তেলের উৎপত্তি ঘটে।

উপরোক্ত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নের বিষয়টি নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য বা পরে অধ্যায়ন করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।