ভারতে কয়লা উত্তোলনের সমস্যা কী ?

0
ভারতে কয়লা উত্তোলনের সমস্যাগুলি কী কী?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে খুব সহজেই পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতে পারবে। ভারতে কয়লা উত্তোলনের সমস্যা এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

ভারতে কয়লা উত্তোলনের সমস্যাগুলি কী কী?

কয়লা উত্তোলনের সমস্যা:

ভারতে কয়লা উত্তোলনের প্রধান সমস্যাগুলি হল

  1. অত্যধিক ছাই: ভারতে উত্তোলিত কয়লায় ছাই-এর পরিমাণ 10%-45% এবং সালফারের পরিমাণ বেশি থাকায় লহন শক্তির পরিমাণ বেশ কম। ফলে ধাতব শিল্পে ও তাপবিদ্যুৎ উৎপাদনের জন্য বেশি কয়লার প্রয়োজন হয়। এজন্য কোক প্রস্তুত ব্যয় বহুল।
  2. অসম বন্টন: ভারতের সর্বত্র কয়লা পাওয়া যায় না। উত্তর ও পশ্চিম ভারত কয়লাহীন। মহারাষ্ট্র, রাজস্থান ছাড়া পশ্চিম ভারতে কয়লাক্ষেত্র নেই বললেই চলে। কিছু বিক্ষিপ্ত কয়লা থাকলেও গুণমান ভালো নয়। ভারতে অধিকাংশ কয়লার সময় পূর্ব ও দক্ষিণ পূর্ব ভারতে দেখা যায়। অথচ উত্তর ও পশ্চিম ভারতে কয়লার চাহিদা খুব বেশি।
  3. প্রাচীন উত্তোলন পদ্ধতি: ভারতে কয়লা উত্তোলন পদ্ধতি এখনো অনেকটাই প্রাচীন। ভারতে ওপেন কাস্ট পদ্ধতিতে কয়লা উত্তোলন খুব কম অঞ্চলেই করা হয়। অধিকাংশই আন্ডার গ্রাউন্ড মাইনিং পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হয় বলে খরচ বেশি হয়। ভারতে কয়লা উত্তোলনে UCG (Underground Coal Gasification) পদ্ধতি এখনও সেভাবে ভারতে শুরু হয়নি।
  4. পরিবহনে সমস্যা: ভারতে প্রায় 90% কয়লা পরিবাহিত হয় রেলপথের মাধ্যমে। রেলপথে পরিবহন কালে কয়লা চুরি, বোঝাই ও খালাসে সময় অপচয় বেশি হয়। রেলে কয়লা পরিবহনে মাশুল বেশি পড়ে। মালগাড়ির ধীরগতি, সময়মতো ওয়াগান না পাওয়ার কারণে যথাসময়ে কয়লা পৌঁছে দেওয়া সম্ভব হয় না।
  5. উপজাত দ্রব্য সংগ্রহে প্রযুক্তির অভাব: কয়লা থেকে অসংখ্য উপজাত দ্রব্য পাওয়া যায় যা থেকে বিভিন্ন ধরনের শিল্প গড়ে ওঠে। ভারতে উন্নত প্রযুক্তির অভাব থাকায় সব কয়লা থেকে ঠিকভাবে উপজাত দ্রব্য সংগ্রহ করা যায় না। কয়লাস্তরে আবদ্ধ থাকা মিথেন গ্যাস সবক্ষেত্রে থেকে এখনও আহরণ করা সম্ভব হয়ে ওঠেনি।
  6. কয়লার অপচয়:
    • ভূগর্ভের মধ্যে আগুন লেগে অনেক কয়লা নষ্ট হয়।
    • কোলিয়ারি অঞ্চলে মাফিয়া দৌরাত্ম্যের কারণে প্রচুর কয়লা চুরি হয়।
    • রেলওয়াগানে কয়লা বোঝাই ও খালাসের সময় প্রচুর কয়লা পড়ে অপচয় ঘটে।
  7. শ্রমিক অসন্তোষ: বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শ্রমিক মালিকের মধ্যে যে বিরোধ ঘটে তা থেকেও কয়লা উত্তোলন বিঘ্নিত হয়।
  8. খনি দুর্ঘটনা: মাঝে মধ্যেই খনিতে বিস্ফোরণ, আগুন লেগে যাওয়া, ধস্, খনিগর্ভে জল প্রবেশ প্রভৃতি কারণেও কয়লা উত্তোলন ব্যহত হয়।
  9. পরিবেশগত সমস্যা: অবৈজ্ঞানিকভাবে কয়লা উত্তোলন করায় বনভূমি ও কৃষিক্ষেত্র ধ্বংস হয়, দূষণ ছড়ায়। কোলিয়ারি অঞ্চলে বসবাসকারী মানুষ নানা ধরনের রোগের শিকার হয়।

উপরোক্ত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নের বিষয়টি নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য বা পরে অধ্যায়ন করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।