আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে খুব সহজেই পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতে পারবে। সমুদ্রগর্ভের তৈলখনি বলতে কী বোঝায় এবং ভারতের কোথায় সমুদ্রগর্ভ তৈলখনি আছে এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
উত্তর সমুদ্রগর্ভের তৈলখনি:
পৃথিবীর বিভিন্ন সাগর, উপসাগর কিংবা মহাসাগরের মহীসোপান অঞ্চলে খনিজ তেলের সঞ্চয় লক্ষ করা যায়। সমুদ্রের মহীসোপানে নিমজ্জিত ভূত্বকে সজ্জিত খনিজ তেল, নলকূপের মাধ্যমে উত্তোলনকারী তৈলখনিগুলিকে সমুদ্রগর্ভের তৈলখনি বলা হয়ে থাকে। সৌদি আরবের সাফানিয়া হল পৃথিবীর বৃহত্তম সমুদ্রগর্ভের তৈলখনি। বম্বে হাই হল ভারতের বৃহত্তম সমুদ্রগর্ভের তৈলখনি।
ভারতের সমুদ্রগর্ভের তৈলখনি:
- বম্বে হাই: ভারতের পশ্চিমে আরব সাগরের মহীসোপান অঞ্চলে অবস্থিত বম্বে হাই হল ভারতের বৃহত্তম খনিজ তৈল উত্তোলক অঞ্চল। 1973 সালে ONGC এই সামুদ্রিক তৈলবাহি স্তরটি আবিস্কার করে। মুম্বাই মহানগর থেকে 173 কিমি দক্ষিণ পশ্চিমে মুম্বাই দরিয়ায় এই ‘বম্বে হাই’ নামক তৈলখনিটি অবস্থিত। এই তৈলখনিটি প্রায় 2000 বর্গকিমি স্থান জুড়ে অবস্থিত। ভারতের মোট খনিজ তৈল উত্তোলনের প্রায় 60% উৎপাদন এই তৈলখনি থেকে হয়। ‘সাগর সম্রাট’ এবং ‘সাগর বিকাশ” নামক দুটি ভাসমান তৈল উত্তোলক প্লাটফর্ম-এর সাহায্যে এই বম্বে হাই অঞ্চলে তেল উত্তোলন করা হয়।
- আলিয়াবেত: গুজরাটের খাম্বাত ঔনগ আলিয়াবেত নামক স্থানে এই সমুদ্রগর্ভ তৈলখনির সন্ধান পাওয়া গিয়েছে।
- বাসিন: বম্বে-হাই এর দক্ষিণ-পশ্চিমে বাসিন’ অঞ্চলে প্রচুর পরিমাণে খনিজ তেলের সন্ধান পাওয়া গেছে।
উপরোক্ত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নের বিষয়টি নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য বা পরে অধ্যায়ন করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।