লৌহ-আকরিকের ব্যবহার ও গুরুত্ব ? 

0
লৌহ-আকরিকের ব্যবহার ও গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো ? 

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে খুব সহজেই পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতে পারবে। লৌহ-আকরিকের ব্যবহার ও গুরুত্ব এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

লৌহ-আকরিকের ব্যবহার ও গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো ? 

প্রকৃতি (Nature):

আকরিক লোহা হল লৌহবর্গীয় ধাতব, অজৈব খনিজ এবং অপুনর্ভব বা অপূরণশীল, গচ্ছিত, ক্ষয়িষ্ণু, অশুদ্ধ প্রাকৃতিক খনিজ সম্পদ।

ব্যবহার ও অর্থনৈতিক গুরুত্ব (Uses And Economic Importance):

লৌহ হল আধুনিক সভ্যতার অন্যতম ধারক ও বাহক। নিত্য প্রয়োজনীয় ক্ষুদ্র গৃহস্থালি দ্রব্য থেকে বৃহদায়তন শিল্প সর্বত্রই লোহার ব্যবহার পরিলক্ষিত হয়। সুতরাং বর্তমানে লোহার ব্যবহার এতই ব্যাপক ও বহুমুখী যে, বর্তমান যুগকে লৌহ যুগ [Iron Age] বলা যেতে পারে। লৌহের প্রধান ব্যবহারগুলি নিম্নরূপ

  1. ইস্পাত শিল্পে ব্যবহার: ইস্পাত শিল্পে এর ব্যবহার সর্বাধিক। খনি থেকে যে লৌহ পাওয়া যায় তা আকরিক লৌহ। লৌহ-ইস্পাত শিল্পের ব্লাস্ট ফারনেস বা বাতচুল্লিতে আকরিক লৌহ গলিয়ে তাতে চুন মিশিয়ে যে বিশুদ্ধ পোৱা পাওয়া যায় তাকে পিগ আয়রন (Pig Iron) বলে। এর সঙ্গে ম্যানিজ, নিকেল, টাংস্টেন প্রভৃতি মিশিয়ে ইস্পাত তৈরি করা হয় এবং এই ইস্পাত আমাদের বিভিন্ন কাজে লাগে।
  2. সংকর ইস্পাত প্রস্তুতিতে: ইস্পাতের সঙ্গে তামা, নিকেল, ক্রোমিয়াম বা অন্য ধাতু মিশিয়ে যে সংকর ইস্পাত প্রস্তুত করা হয় যা বিভিন্ন প্রকার যন্ত্রপাতি ও যন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত হয়।
  3. অস্ত্রশস্ত্র: বন্দুক, কামান, ট্যাংক, গুলি, তলোয়ার, শল্যচিকিৎসার যন্ত্রপাতি প্রভৃতি নির্মাণে লোহার ব্যবহার দেখা যায়।
  4. পরিবহন কার্যে: রেলপথ, সেতু, রেল-ইঞ্জিন, বিমানপোত, জাহাজ, মোটরগাড়ি প্রভৃতি নির্মাণে লৌহ ব্যবহৃত হয়।
  5. গৃহ নির্মাণে: গৃহ নির্মাণের জন্য যে রড, বিম, গেট, গ্রিল প্রভৃতি ব্যবহৃত হয় তা লৌহ-ইস্পাত থেকে নির্মিত হয়।
  6. কৃষিক্ষেত্র: কৃষিকার্যে বর্তমানে ব্যবহৃত যন্ত্রসমূহ যেমন- ট্র্যাক্টর, লাঙল, রিপার হারভেস্টার প্রভৃতি প্রস্তুতিতে লোহা ব্যবহৃত হয়।
  7. গৃহস্থালি দ্রব্যে: গৃহস্থালির দৈনন্দিন কাজে ব্যবহৃত পেরেক, আলপিন, বাসনপত্র, আসবাবপত্র, কড়াই, খুস্তি, হাতা প্রভৃতি তৈরি করতে লোহার প্রয়োজন হয়।
  8.  রাসায়নিক শিল্পে: বিভিন্ন ধরনের রঙ, রাসায়নিক দ্রব্য, সার প্রভৃতি প্রস্তুতিতে লৌহের গ্যাসীয় পদার্থ ও ধাতুমল ব্যবহার করা হয়।
  9. ধাতুমলের ব্যবহার: আকরিক লোহার ধাতুমল বা অপদ্রব্য (Slag) ও গ্যাসীয় পদার্থ সিমেন্ট, রাসায়নিক দ্রব্য, সার, রং, টার ও পিচ শিল্পের কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় ।

উপরোক্ত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নের বিষয়টি নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য বা পরে অধ্যায়ন করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।