সমপ্রায়ভূমির পরিচয় দাও ?

0
সমপ্রায়ভূমির সংক্ষিপ্ত পরিচয় দাও ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা ভূগোলের একটি গুরত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। সমপ্রায়ভূমির সংক্ষিপ্ত পরিচয় এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

সমপ্রায়ভূমির সংক্ষিপ্ত পরিচয় দাও ?

সমপ্রায়ভূমি (Peneplain): 

সংজ্ঞা:

সমপ্রায় সমভূমিকে পেনিপ্লেন (Peneplain) বলা হয়। ল্যাটিন ‘Pene’ কথার অর্থ প্রায়, Almost। উচ্চ মালভূমি বা পার্বত্য অঞ্চল কোটি কোটি বছর ধরে নদীর ক্ষয়কার্যের ফলে ক্ষয়প্রাপ্ত হতে হতে প্রায় সমতল ঢেউ খেলানো অঞ্চলে পরিণত হয়। এ ধরনের ক্ষয়প্রাপ্ত তরঙ্গায়িত ভূমিভাগকে তরঙ্গায়িত সমভূমি বা সমপ্রায়ভূমি বলে । সমপ্রায়ভূমির মধ্যে কিছু কঠিন শিলায় গঠিত ক্ষয়প্রাপ্ত টিলা বা অবশিষ্ট পাহাড়কে (Residual Hill) দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই টিলা বা অবশিষ্ট পাহাড়কে মোনাডনক (Monadnocks) বলে। ভারতের মেঘালয় হল এরূপ একটি সমপ্রায় ভূমি।

ভূবিজ্ঞানীদের ধারণা:

ভূবিজ্ঞানী ডব্লু. এম. ডেভিস [W.M. Davis] সর্বপ্রথম এই ধরনের সমভূমির পেনিপ্লেন নামকরণ করেন। তাঁর মতে, আর্দ্র জলবায়ু অঞ্চলে কোনো উঁচু ভূমিভাগ সুদীর্ঘকাল ধরে ক্ষয় পেয়ে নিম্ন ও মৃদ্যু ঢেউ খেলানো সমভূমিতে পরিণত হলে তাকে সমপ্রায় সমভূমি বা পেনিপ্লেন (Peneplain) বলা হয়। আবার উপত্যকা ও ভৃগুবহুল সমপ্রায় সমভূমিকে আমেরিকায় ‘কুয়েস্তাফর্ম সমভূমি’ (Cuestaform Plain) বলা হয়। লন্ডনবেসিন বা টেমস বেসিন এবং প্যারিস বেসিন বা সীন বেসিন হল কুয়েস্তাফর্ম সমভূমির শ্রেষ্ট উদাহরণ।

বৈশিষ্ট্য: 

  1. সমপ্রায় সমভূমিতে মাঝে মাঝে ও দূরে দূরে এক আধটা অপেক্ষাকৃত কঠিন শিলায় গঠিত ক্ষয়জাত অবশিষ্ট নীচু পাহাড় ও গোল ঢিবির মত অনুচ্চ উঁচু ভূমি দেখা যায়। এই ধরনের পাহাড়কে মোনাডনক এবং গোলটিবিকে নোল বলে। 
  2. সমপ্রায় সমভূমির উপরিভাগ মৃদু ঢেউ খেলানো বা তরঙ্গায়িত প্রকৃতির হয়।
  3. আর্দ্র জলবায়ু অঞ্চলে ক্ষয়ীভবন প্রক্রিয়ায় এই ধরনের সমপ্রায় ভূমি উৎপন্ন হয়।

উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নের বিষয়টি নিজের কাছে সংরক্ষিত করার জন্য বা পরে অধ্যায়ন করার ক্ষেত্রে সরাসরি (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।