প্লাস্টিক দ্রব্য পরিবেশে কি ক্ষতি করে ?

0
প্লাস্টিক জাতীয় দ্রব্য পরিবেশে কি কি ক্ষতি করে ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। প্লাস্টিক জাতীয় দ্রব্য পরিবেশে কি কি ক্ষতি করে এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

প্লাস্টিক জাতীয় দ্রব্য পরিবেশে কি কি ক্ষতি করে ?

প্লাস্টিক জাতীয় কৃত্রিম জৈব যৌগ পচনশীল নয় এবং সহজে ক্ষয়প্রাপ্ত হয় না। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে নানান কারণে প্লাস্টিক ব্যবহার করা হয়। আবার ব্যবহারের অযোগ্য হয়ে পড়লে এগুলিকে বর্জ্যপদার্থ হিসেবে এখানে-সেখানে ফেলে দেওয়া হয়। এই বর্জ্য পদার্থগুলি ক্রমে জমি, নানা, নর্দমা, খাল, নদী ইত্যাদি ভরাট করতে থাকে। ফলে 

  1. মাটি তার স্বাভাবিক উর্বরতা শক্তি হারিয়ে ফেলে এবং জমির চাষের অযোগ্য হয়ে পড়ে।
  2. জলনিকাশি ব্যবস্থা খুবই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এবং রাস্তাঘাট জলে ডুবে যায়। 
  3. জলাজমিগুলি বুজে যায় এককথায় প্লাস্টিক শুধু যে ভূমিদূষণই ঘটায় তা নয়, পরিবেশে নানান রকম সমস্যারও সৃষ্টি করে।

উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।