পর্বতের গুরুত্ব বা জনজীবনে পর্বতের প্রভাব লেখো ?

0
পর্বতের গুরুত্ব বা জনজীবনে পর্বতের প্রভাব লেখো ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা ভূগোলের একটি গুরত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। পর্বতের গুরুত্ব বা জনজীবনে পর্বতের প্রভাব এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

উত্তর পর্বতের গুরুত্ব বা জনজীবনে পর্বতের প্রভাব :

সুবিধা: 

  • দুটি দেশের মাঝের সীমান্তে পর্বত থাকলে প্রতিরক্ষা খরচ কমে। যেমন- হিমালয় পর্বত ভারতের উত্তর সীমান্ত বরাবর অবস্থিত হওয়ায় প্রতিরক্ষা ব্যবস্থা দৃঢ় হয়েছে এবং প্রতিরক্ষা ব্যয়ও অনেক বেঁচেছে। অনেক দেশের সীমান্তেই এই ধরনের পর্বতের অবস্থান লক্ষ করা যায়।
  • সুউচ্চ ও সুদীর্ঘ পর্বত বহিঃশত্রুর আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধের প্রাচীর হিসাবে কাজ করে। ফলে প্রতিরক্ষা ব্যবস্থা প্রাকৃতিক ভাবে দৃঢ় হয়।
  • পর্বতের অবস্থানের দ্বারা জলবায়ু নিয়ন্ত্রিত হয়, যা মানুষকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে।
  • পর্বত থেকে নদী নির্গত হলে চাষবাস ও পরিবহনে সুবিধা হয়। 
  • পর্বতে তেমন চাষবাস করা যায় না বলে যাযাবর পশুচারণ ক্ষেত্র গড়ে উঠতে সুবিধা হয়। 
  • পর্বতে উৎপন্ন স্বাভাবিক উদ্ভিদ দেশের অরণ্যসম্পদের বৃদ্ধি ঘটায়।
  • পর্বতে অনেক সময় বিভিন্ন প্রকার খনিজ সম্পদ পাওয়া যায়।
  • পর্বতে অনেক ক্ষেত্রেই পর্যটন কেন্দ্র গড়ে ওঠে যা থেকে দেশের অর্থনৈতিক আয় ঘটে ।
  • পার্বত্য নদীতে জলবিদ্যুৎ উৎপাদনের সুযোগ বেশি থাকে।

অসুবিধা:

  • বন্ধুর ভূপ্রকৃতির জন্য পার্বত্য অঞ্চল কৃষিকার্য, পরিবহন ব্যবস্থা, বসবাস প্রভৃতির ক্ষেত্রে বিশেষ অসুবিধাজনক। পার্বত্য অঞ্চলে জীবিকা অর্জনের সুযোগ কম থাকায় জনবসতির ঘনত্ব কম ।
  • পার্বত্য অঞ্চলে ধস, ভূমিকম্প, হড়কা বান (যেমন – 2013 খ্রিস্টাব্দে হরিদ্বার-এ হড়কা বানের কারণে প্রচুর ক্ষয়ক্ষতি ঘটেছিল) প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয় বা দুর্যোগের প্রবণতা বেশি থাকে।
  • পার্বত্য অঞ্চলের অধিবাসীদের পরিশ্রমী এবং কঠোর ও সাহসী জীবন অতিবাহিত করতে হয়।

উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নের বিষয়টি নিজের কাছে সংরক্ষিত করার জন্য বা পরে অধ্যায়ন করার ক্ষেত্রে সরাসরি (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।