ফ্লুওরাইডের দ্বারা জলদূষণ ?

0
ফ্লুওরাইডের দ্বারা জলদূষণের ফলে মানুষের শরীরে কী প্রতিক্রিয়া দেখা দেয় ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। ফ্লুওরাইডের দ্বারা জলদূষণের ফলে মানুষের শরীরে প্রতিক্রিয়া এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

ফ্লুওরাইডের দ্বারা জলদূষণের ফলে মানুষের শরীরে কী প্রতিক্রিয়া দেখা দেয় ?

ফ্লুওরিন একটি অত্যন্ত বিষাক্ত পদার্থ। এটি সহজেই মানুষের শ্লেষ্মাঝিল্লি আক্রমণ করে। কুওরিন অতি সক্রিয় মৌল। এটি নাইট্রোজেন ও অক্সিজেন ছাড়া প্রায় সব ধাতব ও অধাতব মৌলের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে ফ্লুওরাইড যৌগ উৎপন্ন করে। ভূগর্ভে যথেষ্ট পরিমাণে ফ্লুওরাইড যৌগ থাকে। ফ্লুওরাইড কীটনাশক তৈরিতে, প্লাস্টিক ও ফসফেট সার উৎপাদনে ব্যবহৃত হয়। দীর্ঘদিন ধরে অধিক পরিমাণ ফ্লুওরাইডযুক্ত জল পান করলে ফুওরোসিস রোগ হয়। এই রোগে আক্রান্ত হলে হাঁড় ও দাঁত ভঙ্গুর হয়, স্নায়ু ও পেশিকলার স্বাভাবিক কার্যকারিতা কমে যায়। শরিরে অতিরিক্ত মাত্রায় ফ্লুওরাইড থাকলে ‘হাইপোক্যালশিমিয়া’ নামে ক্যালশিয়ামের ঘাটতি জনিত একপ্রকার রোগ সৃষ্টি হয়।

উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।