আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। পলিগঠিত সমভূমি কাকে বলে এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
Advertisement
পলিগঠিত সমভূমি কাকে বলে ?
- নদী তার নিম্নগতিতে সমুদ্রের কাছাকাছি চলে এলে নদীর ভূমির ঢাল হ্রাস পায় এবং নদীবাহিত শিলাখণ্ড, নুড়ি, বালি প্রভৃতি নদীগর্ভে সঞ্চিত হতে থাকে, যার ফলে নদীর গভীরতা ক্রমশ কমে যায়।
- বর্ষাকালে হঠাৎ জল বেড়ে গেলে এই অগভীর নদী উপত্যকা অতিরিক্ত জল বহন করতে পারে না, ফলে নদীতে বন্যা দেখা যায়।
- নদী অববাহিকায় বারংবার বন্যা হলে প্লাবিত অঞ্চলে নদীবাহিত পলি, বালি, কাদা প্রভৃতি সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে পলিগঠিত সমভূমি বলে।
উদাহরণ:
ভারতের সিন্ধু-গঙ্গা-ব্রহ্মপুত্র সমভূমি হল পলিগঠিত সমভূমির উদাহরণ।
উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।