পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের নদনদী ?

0
পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের নদনদীর সংক্ষিপ্ত পরিচয় দাও ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যে বিষয়টি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টি তারা অধ্যায়ন করলে খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের নদনদী এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের নদনদীর সংক্ষিপ্ত পরিচয় দাও ?

পশ্চিমবঙ্গের দক্ষিণাংশে সুন্দরবন অঞ্চলে প্রবাহিত নদীগুলিকে জোয়ারের জলে পুষ্ট নদী বলা হয়। এই অংশে যে সব নদী প্রবাহিত হয়েছে তারা প্রত্যেকেই বদ্বীপ গঠন করেছে। এই অঞ্চলের নদীকে সক্রিয় বদ্বীপ অঞ্চলের নদ-নদীও বলা হয়। এখানকার নদীগুলি পূর্বে উৎসের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে সমুদ্রের জলবাহী খাঁড়িতে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গের জোয়ারের জলে পুষ্ট নদীগুলির মধ্যে সপ্তমুখী, পিয়ালী, মাতলা, ঠাকুরান, গোসাবা, বিদ্যাধরী, রায়মঙ্গল, হাঁড়িয়াভাঙা, কালিন্দী, বিল্লা প্রভৃতি প্রধান। এরা খাল দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত। এদের মোহনা বেশ চওড়া। হুগলি নদীর মোহনা প্রায় 20 কিমি ও মাতলা নদীর মোহনা প্রায় 15 কিমি চওড়া। জোয়ারের সময় নদীগুলির আয়তন বেড়ে গেলেও, ভাটার সময় নদীগুলি প্রায় শুকিয়ে যায় তবে নদীগুলিতে সারাবছরই জল থাকে বলে নদীগুলিকে চিরপ্রবাহী বলা যায়। এখানকার নদীগুলি অসংখ্য খাঁড়ি সৃষ্টি করে সমুদ্রে মিশেছে।

বৈশিষ্ট্য:

  1. প্রতিটি নদীই দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
  2. প্রতিটি নদীই জোয়ারের জলে পুষ্ট।
  3. প্রতিটি নদীই খাল দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত।
  4. প্রতিটি নদীই নৌচলাচল যোগ্য।
  5. নদীগুলির বদ্বীপ গঠনের কাজ এখনো চলছে।
  6. নদীগুলি উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়েছে।
  7. অতীতে এই অঞ্চলের নদীগুলিরসঙ্গে ভাগীরথী-হুগলি নদীর সংযোগ থাকলেও বর্তমানে সেই সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
  8. জোয়ারের সময় এই সব নদীগুলিতে জলের পরিমান খুব বেড়ে গেলেও ভাটার সময় নদীগুলি প্রায় শুকিয়ে যায়। তবে প্রায় সারাবছরই নদীগুলিতে জল থাকে বলে এদের চিরপ্রবাহী বা নিত্যবহ নদী বলা যায়।
  9. এখানকার নদীগুলি অসংখ্য খাঁড়ি সৃষ্টি করে সমুদ্রে মিশেছে।
  10. বর্ষাকালে প্রবল জোয়ার বা বানের প্রভাবে সুন্দরবন অঞ্চলের নদীগুলিতে প্রবল বন্যার সৃষ্টি হয়।
  11. জোয়ারভাটার সময় এই সব নদীতে সমুদ্রের লবণাক্ত জল প্রবেশ করে বলে এই অঞ্চলের নদীগুলির জল লবণাক্ত প্রকৃতির।
  12. নদীগুলি বদ্বীপ গঠনের কার্য এখনো চালিয়ে যাচ্ছে।
  13. এখানকার নদীগুলি দৈর্ঘ্যে ছোটো এবং এদের মোহনা প্রশস্ত।
  14. এখানকার সব নদীগুলিতেই নিয়মিত জোয়ার ভাটা হয়।

উপরোক্ত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। বিষয়টি নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য বা পরে অধ্যায়ন করার জন্য সরাসরি পিডিএফ(PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।