ভূ-আন্দোলনের ফলে গঠিত সমভূমির শ্রেণিবিভাগ ?

0
ভূ-আন্দোলনের ফলে গঠিত সমভূমির শ্রেণিবিভাগ ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা ভূগোলের একটি গুরত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। ভূ-আন্দোলনের ফলে গঠিত সমভূমির শ্রেণিবিভাগ এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

ভূ-আন্দোলনের ফলে গঠিত সমভূমির শ্রেণিবিভাগ ?

ভূ-গাঠনিক সমভূমি:

সংজ্ঞা:

প্রথম অবস্থায় অর্থাৎ যখন অনবরত ভূ-আন্দোলন প্রায় লেগেই থাকতো সেসময় ভূপৃষ্ঠের পরিবর্তন ছিল স্বাভাবিক ব্যাপার । এর ফলে ভূত্বকের কোনো অংশ বসে যেতো, আবার কোনো অংশ উন্নত হতো। এই ধরনের ঘটনা ভূপৃষ্ঠের এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অনুভূমিক আকারে সংঘটিত হতো। সুতরাং ভূ-আন্দোলনের ফলে ভূ-পৃষ্ঠের কোনো অংশ সমুদ্রের ওপরে উত্থিত হয়ে বা কোনো উঁচু স্থান নীচু হয়ে যে সব সমভূমির সৃষ্টি হয় তাদের ভূ-গাঠনিক সমভূমি বলে।

শ্রেণিবিভাগ:

ভূ-আন্দোলনজনিত বা ভূ-গাঠনিক সমভূমিকে তিন ভাগে ভাগ করা যায় – স্বাভাবিক সমভূমি, উন্নত সমভূমি ও অবনত সমভূমি।

স্বাভাবিক সমভূমি:

ভূপৃষ্ঠের কোনো কোনো অংশে দেখা যায় যে, ভূত্বক সমুদ্র সমতল বরাবর প্রায় সমান্তরালে বিন্যস্ত রয়েছে । এই ধরনের সমভূমি ভূত্বকের স্বাভাবিক সমতার জন্যে সৃষ্টি হয়েছে বলে এদের স্বাভাবিক সমভূমি বলা হয়।

উদাহরণ: রাশিয়ান প্লাটফর্ম এই প্রকার সমভূমির প্রকৃষ্ট উদাহরণ। 

উন্নত সমভূমি:

সংজ্ঞা:

ভূ-আন্দোলনের ফলে কখনো কখনো সমুদ্রের অগভীর অংশ বা স্থলভাগের কোনো নীচু এভাবে লক ধান ওপরে উঠে এসে সমভূমি গঠন করে। এভাবে যে সমভূমির সৃষ্টি হয়, তাকে উন্নত সমভূমি বলে।

উদাহরণ: ভারতের করমন্ডল উপকূল এই প্রকার সমভূমির অন্তর্গত।

বৈশিষ্ট্য:

  1. এদের ঢাল খুব কম হয়।
  2. প্রায় সমতল এই ধরনের সমভূমির কোনো বন্ধুরতা থাকে না।
  3. এখানে উপহ্রদের উপস্থিতি লক্ষ করা যায়।
  4. এই ধরনের সমভূমিতে উপকূল বরাবর সাধারণত বালিয়াড়ি দেখা যায়, যা উপকূলের পূর্বতন সীমারেখাকে নির্দেশ করে।
  5. কোনো দেশ বা মহাদেশের প্রান্তভাগ খাড়া ভাবে এই ধরনের সমভূমিতে এসে মিলিত হয়। 
  6. এই প্রকার সমভূমি সাধারণত বালি ও কাদার সমন্বয়ে গঠিত।

অবনত সমভূমি: 

সংজ্ঞা:

ভূ-আন্দোলনের ফলে ভূপৃষ্ঠের কোনো উঁচু স্থান নীচে বসে দিয়ে নিম্নভূমিতে পরিণত হলে, তাকে অবনত সমভূমি বলে।

উদাহরণ: মধ্য এশিয়ার তুরানের নিম্নভূমি অবনত সমভূমির প্রকৃষ্ট উদাহরণ। আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্রেটলেকস্ অঞ্চল হল অবনত সমভূমি।

উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নের বিষয়টি নিজের কাছে সংরক্ষিত করার জন্য বা পরে অধ্যায়ন করার ক্ষেত্রে সরাসরি (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।