আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব ভালো নম্বর অর্যন করতে পারবে। ‘ভারতের হ্রদের শ্রেণীবিভাগ’ নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
ভারতের হ্রদের শ্রেণীবিভাগ করো?
ভারতের হ্রদের শ্রেণীবিভাগ মূলত দুই প্রকার । যথা – ক) উৎপত্তি অনুসারে ও খ) প্রকৃতি অনুসারে । নিচে এদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল
উৎপত্তি অনুসারে হ্রদের শ্রেণীবিভাগঃ
উৎপত্তি অনুসারে ভারতের হ্রদগুলি মুলত সাত প্রকার । যথা
১. নদী দ্বারা সৃষ্ট হ্রদঃ নিম্নগতিতে নদী আঁকাবাঁকা পথে অগ্রসর হয়ে ঘােড়ার ক্ষুরের আকার নিয়ে অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টি করে ।
উদাহরণ – পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর তীরে এরূপ হ্রদ দেখা যায় ।
২. হিমবাহ দ্বারা সৃষ্ট হ্রদঃ হিমালয়ের পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট করি বা সার্ক হ্রদ সৃষ্টি করে এবং হিমবাহ উপত্যকাতেও অনেক সময় যে গহ্বর সৃষ্টি হয় , তাতে জল জমে হ্রদ সৃষ্টি করে ।
উদাহরণ – হিমালয়ের বাসুকিতাল , রূপকুণ্ড , হেমকুণ্ড প্রভৃতি হ্রদ ।
৩. ভূ – আন্দোলনের ফলে সৃষ্ট হ্রদঃ ভূ – আলােড়নের ফলে জলাভূমির চারপাশের অংশ উঁচু হয়ে গিয়ে মাঝে হ্রদ সৃষ্টি করে ।
উদাহরণ – অসমের নওঙ্গা ইয়াঙ্গা হ্রদটি এভাবে সৃষ্টি হয়েছে ।
৪. বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হ্রদঃ মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে ভূপৃষ্ঠে যে গর্তের সৃষ্টি হয় তা ভূগর্ভস্থ জলের দ্বারা পরিপূর্ণ হয়ে লবণাক্ত হ্রদ সৃষ্টি করে । রাজস্থানে এদের ধান্দ ( Dhand ) বলে ।
৫. সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট হ্রদঃ সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট হ্রদগুলি হল –
- বদ্বীপ অঞ্চলে নদীবাহিত পলি জলের চারদিকে জমে ব-দ্বীপ হ্রদ সৃষ্টি করে । উদাহরণ – সুন্দরবনের ব-দ্বীপ হ্রদ ।
- দুটি ব-দ্বীপের মাঝে হ্রদ গঠিত হতে পারে । উদাহরণ – কোলেরু হ্রদ ( অন্ধ্রপ্রদেশ ) ।
- সমুদ্রের মাঝখানে অবস্থিত প্রবাল বলয় , তার মধ্যভাগে অনেক সময় অগভীর প্রবাল হ্রদ সৃষ্টি হয় । উদাহরণ – লাক্ষাদ্বীপে এরূপ হ্রদ দেখতে পাওয়া যায় ।
- উপকূলের সমান্তরালে থাকা বাঁধ কোনাে কারণে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে বাঁধের পশ্চাতে জলাশয় সৃষ্টি করে , যা উপহ্রদ ( Lagoon ) নামে পরিচিত ।
উদাহরণ – চিল্কা ও পুলিকট । কেরালায় এদের কয়াল বলে । উদাহরণ – অষ্টমুদি কয়াল ।
৬. উল্কাপাতের ফলে সৃষ্ট হ্রদঃ বিশাল আকৃতির উল্কা ভূপৃষ্ঠে পড়ে যে গর্তের সৃষ্টি করে , তাতে পরবর্তীকালে জল জমে এরূপ হ্রদ সৃষ্টি করে । উদাহরণ – মহারাষ্ট্রের লােনা হ্রদ ।
৭. মনুষ্যসৃষ্ট কৃত্রিম হ্রদঃ বন্যা নিয়ন্ত্রণ , সেচকার্য ও বিদ্যুৎ উৎপাদনের জন্য মনুষ্য নির্মিত জলাধারকে কৃত্রিম হ্রদ বলে ।
উদাহরণ – গােবিন্দ সাগর , পুষ্কর হ্রদ ( আজমের জেলা ) , সুখনা হ্রদ ( চণ্ডীগড় ) , হিমায়ুত সাগর ও ওসমান সাগর ( হায়দরাবাদ শহর ) নর্মদা নদীর ওপর নির্মিত তাওয়া জলাশয় উল্লেখযােগ্য ।
প্রকৃতি অনুসারে হ্রদের শ্রেণীবিভাগঃ
প্রকৃতি অনুসারে ভারতের হ্রদগুলিকে মুলত তিন ভাগে ভাগ করা যায় । যথা –
১. লবনাক্ত জলের হ্রদঃ যে সকল হ্রদে উপস্থিত জলের প্রকৃতি লবনাক্ত হয়,তাদের লবনাক্ত জলের হ্রদ বলা হয় ।
উদাহরণ – ওড়িশা উপকূলের চিলকা ( ভারতের বৃহত্তম উপহ্রদ ) ; রাজস্থানের জয়পুরের সম্বর ( ভারতের বৃহত্তম লবনাক্ত জলের হ্রদ ) ; অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু সীমান্তে পুলিকট ; কেরালায় ভেম্বানাদ ( ভারতের বৃহত্তম কয়াল ) ও অষ্টমুদি ; জম্মু – কাশ্মীরের লাদাখের প্যাংগং ( পৃথিবীর উচ্চতম লবনাক্ত জলের হ্রদ ) ; তামিলনাড়ুর কালিভেলি প্রভৃতি ।
২. স্বাদু জলের হ্রদঃ যে সকল হ্রদের জল স্বাদু অর্থাৎ মিষ্টি প্রকৃতির , তাদের স্বাদু জলের হ্রদ বলা হয় ।
উদাহরণঃ অন্ধ্রপ্রদেশের কোলেরু ( ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ ) ; উত্তরাখন্ডের ভীমতাল , সাততাল , রূপকুন্ড ; হিমাচল প্রদেশের চন্দ্রতাল , সুরজতাল , রেণুকা ; কাশ্মীর উপত্যকার ডাল , উলার ; মণিপুরের লোকটাক ( উত্তর – পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ ) , তামিলনাড়ুর ভীরানাম , সিকিমের সাংমো , মধ্যপ্রদেশের ভোজ ( ভারতের সর্বাধিক দূষিত হ্রদ ) প্রভৃতি ।
৩. কৃত্রিম হ্রদঃ প্রাকৃতিক ভাবে সৃষ্টি না হয়ে যে সকল হ্রদ মানুষ তার নিজের প্রয়োজনে সৃষ্টি করে , তাদের কৃত্রিম হ্রদ বলে ।
উদাহরণ – রাজস্থানের আজমেরের পুষ্কর , চন্ডীগড়ের সুখনা , হায়দরাবাদের ওসমান সাগর প্রভৃতি ।
উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নগুলি নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।