আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা অধ্যায়ন করবো ভূগোলের একটি গুরত্বপূর্ন প্রশ্ন নিয়ে যে প্রশ্নটি পরীক্ষার জন্য খুবই উপযোগী। এই প্রশ্নটি অধ্যায়ন করলে ছাত্রছাত্রীরা খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। উষ্ণ মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
উষ্ণ মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য বেশি কেন ?
উষ্ণ মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য বেশি হওয়ার কারণ:
নিম্নলিখিত কারণে উন্নত মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য দেখা যায়
উচ্চতার তারতম্য বা উচ্চতার পার্থক্য:
উষ্ণ মরু অঞ্চলে দিন-রাত্রি এবং শীত-গ্রীষ্মের উষ্ণতার প্রসর বা তারতম্য অত্যন্ত বেশি। ফলে গ্রীষ্মকালে দিনের বেলায় অত্যধিক উয়তার কারণে শিলা বেশি প্রসারিত হয় এবং রাতের বেলায় ও শীতকালে উয়তা অত্যধিক কম হয় বলে শিলা অত্যধিক সংকুচিত হয়ে পড়ে। এভাবে দিন-রাত ও শীত-গ্রীষ্মে উন্নতার তারতম্য জনিত কারণে শিলার বেশি সংকোচন ও প্রসারণ ঘটতে থাকে বলে অন্যান্য অঞ্চল। অপেক্ষা মরু অঞ্চলে শিলায় অত্যধিক পীড়নের সৃষ্টি হয়। পীড়ন একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করলে যান্ত্রিক প্রক্রিয়ায় শিলা অজস্র ফাটল দ্বারা বিচ্ছিন্ন হয়ে পড়ে। শিলার এই সংকোচন ও প্রসারণ হল আবহবিকারের একটি যান্ত্রিক প্রক্রিয়া।
আর্দ্রতার প্রভেদ:
উষ্ণ মরু অঞ্চলে বৃষ্টিপাতের অসম বণ্টনের কারণে শিলাসমূহে আর্দ্রতার তারতম্য ঘটে বলে শিলার মধ্যে অসম পীড়নের সৃষ্টি হয়, যা যান্ত্রিক আবহবিকারে সাহায্যে করে থাকে।
বায়ুর কার্য:
মরু অঞ্চলে গ্রীষ্মকালীন স্থায়ী নিম্নচাপ এবং প্রবল বায়ুপ্রবাহ যান্ত্রিক আবহবিকার ঘটাতে সাহায্য করে।
উদ্ভিদশূন্যতা:
মরু অঞ্চলের উদ্ভিদ শূন্যতা মাটির যান্ত্রিক আবহবিকারের সুবিধা হয়।
চাপমোচন:
উষ্ণ মরু অঞ্চলে শিলার উপরিস্থ চাপ হ্রাস শিলার যান্ত্রিক আবহবিকার ঘটাতে সাহায্য করে থাকে।
উপরোক্ত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি আপনার পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করতে ভুলবেন না। প্রশ্নটি পরে অধ্যায়ন করার ক্ষেত্রে বা নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।