ভারতের জনজীবনে নদ নদী ?

0
ভারতের জনজীবনে নদ নদীর গুরুত্ব লেখ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব ভালো নম্বর অর্যন করতে পারবে। ভারতের জনজীবনে নদ নদীর গুরুত্ব নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। 

Advertisement

ভারতের জনজীবনে নদ নদীর গুরুত্ব লেখ?

ভারত একটি নদীমাতৃক দেশ । ভারতের জনজীবনে নদ নদীর গুরুত্ব অপরিসীম । নিচে এগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল 

  • সভ্যতার পত্তনঃ ভারতবর্ষে নদীকে কেন্দ্র করেই প্রাচীন সভ্যতাগুলির বিকাশ ঘটেছিল । উদাহরণ – ভারতে সিন্ধু নদীকে কেন্দ্র করে সিন্ধু সভ্যতার বিকাশ ঘটে ।
  • কৃষিকাজে সহায়তাঃ ভারতের নদীগুলির বিস্তৃত অববাহিকার উর্বর পলিমাটি কৃষিকাজের পক্ষে আদর্শ । এই উর্বর মৃত্তিকা ও নদীর পর্যাপ্ত জল কৃষিকাজের সহায়ক । যে কারণে ভারত একটি কৃষি প্রধান দেশ হিসাবে পরিচিতি লাভ করেছে ।
  • জলসেচে সহায়তাঃ মৌসুমি বায়ুর অনিশ্চয়তা , শুষ্ক শীতকাল প্রভৃতি কারণে ভারতের কৃষিকাজে জলসেচ অত্যন্ত প্রয়ােজন । তাই ভারতের নদীগুলি থেকে সরাসরি বা খাল কেটে কৃষিক্ষেত্রে ব্যাপক জলসেচের প্রসার ঘটানাে হয়েছে ।
  • জলবিদ্যুৎ উৎপাদনঃ ভারতের পার্বত্য ও মালভূমি অঞ্চলের খরস্রোতা নদীগুলি থেকে বহুমুখী নদী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে জলবিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে , যা বর্তমানে ভারতের শক্তি সম্পদ সরবরাহের এক অন্যতম উৎস ।
  • নৌপরিবহণ পরিচালনাঃ ভারতের অধিকাংশ নদী নৌপরিবহণযােগ্য হওয়ায় যােগাযােগ ব্যবস্থার সঙ্গে সঙ্গে ব্যবসাবাণিজ্যের প্রসার ঘটেছে । প্রাচীন কাল থেকেই ভারতে নদীপথের মাধ্যমে উন্নত নৌপরিবহণের উল্লেখ পাওয়া যায় ।
  • পানীয় জলের উৎসঃ প্রাচীনকালে মানুষ সরাসরি নদীর জল পান করত । বর্তমানে নদীর জলকে পরিশ্রুত করে নদী তীরবর্তী শহরগুলিতে পানীয় জল হিসেবে ব্যবহার করা হচ্ছে ।
  • শিল্পের জলের যোগানঃ পূর্ব ও মধ্য ভারতের লৌহ – ইস্পাত শিল্পসহ সারা ভারত জুড়েই অন্যান্য উল্লেখযোগ্য শিল্পের জন্য প্রয়োজনীয় জলের যোগান ভারতের অভ্যন্তরীণ নদনদীগুলি থেকেই পাওয়া যায় । 
  • মৎসচাষঃ ভারতের অভ্যন্তরীণ মৎসের চাহিদার একটি বড় অংশই আসে নদ-নদী থেকে । প্রাকৃতিক ভাবে সৃষ্ট মৎস তো বটেই , তাছাড়াও বর্তমানে নদীগুলিতে বানিজ্যিকভাবেও মৎসচাষ করা হচ্ছে ।

উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নগুলি নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।