মরু অঞ্চল সম্প্রসারণ ও প্রতিরোধ ?

0
মরু অঞ্চলের সম্প্রসারণ ও প্রতিরোধের উপায় আলোচনা করো ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। মরু অঞ্চলের সম্প্রসারণ ও প্রতিরোধের উপায় এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

মরু অঞ্চলের সম্প্রসারণ ও প্রতিরোধের উপায় আলোচনা করো ?

পৃথিবীর স্থলভাগের 36 শতাংশ স্থান উপমরু, মরু ও শুষ্ক মরু অঞ্চলের অন্তর্গত। এর মধ্যে 12 শতাংশ স্থান গতিময় ও বালিয়াড়ি অঞ্চল। 20 শতাংশ স্থান মরুভূমির সম্প্রসারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আফ্রিকার সাহারা মরুভূমি সংলগ্ন মালি, নাইজার, চাদ, সুদান, লিবিয়া, আলজেরিয়া প্রভৃতি দেশ এবং ভারতে থর মরুভূমি সংলগ্ন রাজস্থান ও গুজরাটের কিছু অংশে মরুভূমি সম্প্রসারিত হচ্ছে। মরুভূমির সম্প্রসারণ বলতে বোঝায় মরুভূমির পার্শ্ববর্তী অঞ্চল জমির উর্বরতা হারিয়ে মরুতে রূপান্তর।

মরু সম্প্রসারণের কারণ:

  1. বিশ্ব উয়ায়ন মরু সম্প্রসারণের অন্যতম প্রধান কারণ। 
  2.  অত্যধিক পশুচারণ (পশ্চিম সাহারা অঞ্চলে এই কারণে সম্প্রসারণ হচ্ছে)।
  3. নির্বিচারে অরণ্য ধ্বংস। 
  4. কৃষিজমিতে অবৈজ্ঞানিক জলসেচ ও কর্ষণসহ নানা কারণে সাহারা, থরসহ পৃথিবীর বিভিন্ন মরুভূমির আয়তন বৃদ্ধি পাচ্ছে।

মরূ সম্প্রসারণ প্রতিরোধের উপায়: 

  1. জলাশয় ও চেক ড্যাম সংরক্ষণ: মরুভূমিতে সামান্য বৃষ্টি ধরে রাখার জন্য জলাশয় ও চেক ড্যামের সংরক্ষণ প্রয়োজন।
  2. আস্তরণ সৃষ্টি: মরুভূমির বালির ওপর প্লাস্টিকের চাদরের মতো আবরণ সৃষ্টি করা প্রয়োজন, যাতে বালি মরুভূমির আশপাশের এলাকা গ্রাস করতে না পারে।
  3. অগভীর কর্ষণ: মরু অঞ্চলে কৃষিকাজ করার জন্য মৃত্তিকার ওপর হালকা করে কর্ষণ করতে হবে। এতে মৃত্তিকাক্ষয় কম হয়। 
  4. সবুজ অরণ্য প্রাচীর: মরুভূমি ও তার প্রান্তভাগে দীর্ঘ শিকড়যুক্ত গাছ লাগানো দরকার। সাহারা মরুভূমিতে এরূপ একটি সবুজ অরণ্য প্রাচীর গড়ে তোলার কাজ চলছে। ভারতের ‘কেন্দ্রীয় মরু গবেষণাগার’ (Central Arid Zone Research Institute -সদর দফতর যোধপুর) এই ব্যাপারে উল্লেখযোগ্য কাজ করছে। 
  5. খরা প্রতিরোধী উদ্ভিদের চাষ: মরুভূমির সর্বত্র খরা প্রতিরোধী উদ্ভিদ (মুথা ঘাস, শুঁটি জাতীয় গাছ) ব্যাপক আকারে চাষ করতে হবে।

উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।