কীটনাশক ব্যবহারের জল দূষিত ? 

0
কীটনাশক ব্যবহারের ফলে জল কীভাবে দূষিত হচ্ছে ? 

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। কীটনাশক ব্যবহারের ফলে জল কীভাবে দূষিত হচ্ছে এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

কীটনাশক ব্যবহারের ফলে জল কীভাবে দূষিত হচ্ছে ? 

বর্তমানে কৃষিক্ষেত্রে দু’ধরনের কীটনাশক ব্যবহার করা হয়। যথা- ডিডিটি, গ্যামাক্সিন, ডায়েলড্রিন প্রভৃতি অর্গানোক্লোরিন যৌগ এবং ম্যালাথিয়ন, ডায়াজিনন, বেটেক্স প্রভৃতি অর্গানোফসফরাস যৌগ। এইসব যৌগের কিছু অংশ ব্যাকটেরিয়া দ্বারা টক্সিক জাতীয় পদার্থে রূপান্তরিত হয়ে জলের সঙ্গে মেশে ও জলদূষণ ঘটায়। বেশিরভাগ কীটপতঙ্গ ডিডিটি ও গ্যামাক্সিনের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছে। খাদ্যশস্যের মধ্য দিয়ে ডিডিটি মানুষের শরীরে জমতে থাকে। এছাড়া মানুষের শরীরে গ্যামাক্সিনের পরিমাণও ক্রমবর্ধমান। ডায়েলড্রিন ব্যবহারে চামড়ার বিরূপ প্রতিক্রিয়া (অ্যালার্জি), আমবাত প্রভৃতি দেখা দেয়। মাছ ও অন্যান্য জীবজন্তুর পক্ষেও এটি বিপজ্জনক। তাই বর্তমনে কৃষিক্ষেত্রে ডিডিটি, গ্যামাঙ্গিন ও ডায়েলড্রিন কীটনাশকগুলির ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।