জোয়ার ভাটার শ্রেণীবিভাগ ?

0
জোয়ার ভাটার শ্রেণীবিভাগ করো ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। জোয়ার ভাটার শ্রেণীবিভাগ এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

জোয়ার ভাটার শ্রেণীবিভাগ করো ?

জোয়ারভাটার শ্রেণিবিভাগ: জোয়ারভাটা মূলত দু-প্রকারের- মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার।

মুখ্য জোয়ার:

পৃথিবী ও চাঁদ আবর্তনের সময় পৃথিবীর যে অংশ চাঁদের সম্মুখে আসে সেই অংশে চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যে শক্তিশালী জোয়ারের সৃষ্টি হয়, তাকে মুখ্য জোয়ার বলে। 

বৈশিষ্ট্য:

  1. চন্দ্রের আকর্ষণে এই জোয়ার সৃষ্টি হয় বলে একে চান্দ্র জোয়ারও বলে।
  2. এই জোয়ার অত্যন্ত শক্তিশালী ও প্রবল হয় ৷

গৌণ জোয়ার:

চাঁদের আকর্ষণে মুখ্য জোয়ারের বিপরীতে অর্থাৎ, চাঁদের আকর্ষণে বিপরীত দিকে প্রধানত যে কম শক্তিশালী জোয়ারের সৃষ্টি হয় তাকে গৌণ জোয়ার বলে। 

বৈশিষ্ট্য:

  1. পৃথিবীর কেন্দ্রাতিগ বলের প্রভাবে এই জোয়ারের সৃষ্টি হয়।
  2. এই জোয়ার মুখ্য জোয়ারের তুলনায় কম শক্তিশালী হয়।

জোয়ারভাটার সময়ের ব্যবধান: পৃথিবীর একবার আবর্তনকালে বা 24 ঘণ্টায় পৃথিবীর প্রত্যেক স্থান একবার চাঁদের সম্মুখীন হয়। ফলে সমুদ্রপৃষ্ঠে যে-কোনো স্থানে প্রতিদিন দু-বার জোয়ার (একবার মুখ্য ও একবার গৌণ) ও ভাটা হয়। তবে জোয়ারভাটা প্রত্যহ নির্দিষ্ট সময়ের ব্যবধানে হলেও একই সময়ে হয় না।

কারণ পৃথিবী যেমন নিজ মেরুরেখার ওপর পশ্চিম থেকে পূর্বে ঘোরে, চাঁদও তেমনি নিজ কক্ষে পৃথিবীর চারদিকে পশ্চিম থেকে পূর্বে পরিক্রমণ করে। ফলে যে সময় পৃথিবীর যে দ্রাঘিমারেখাটি চাঁদের সম্মুখে আসে 24 ঘণ্টা পরে, 360° আবর্তন করে সেই দ্রাঘিমারেখাটি আবার তার পূর্ব অবস্থানে ফিরে আসার মধ্যে চাঁদ তার কক্ষে 13 ডিগ্রি এগিয়ে যায়। ফলে সেই দ্রাঘিমারেখাটিকে চাঁদের সামনে আসার জন্য পৃথিবীকে আরও 13° আবর্তন করতে হয়। তার জন্য অতিরিক্ত সময় লাগে 52 মিনিট।

উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।