জলসংকটের কারণ ?

0
জলসংকটের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। জলসংকটের কারণ এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

জলসংকটের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো ?

বর্তমান যুগে জলসংকটের জন্য দায়ী যে দুটি বিষয় তা হল: জলের অপচয় এবং দূষণ

  1. জলের অপচয়: পৃথিবীর মোট জলের মাত্র 0.3 শতাংশ জল মানুষের ব্যবহারোপযোগী। আবার এই জলের প্রায় 97 শতাংশ ভূগর্ভে জমা থাকে। বর্তমানে ভূগর্ভ থেকে গভীর নলকূপের সাহায্যে প্রচুর পরিমাণে জল সংগ্রহ করা হচ্ছে। এর ফলে মাটির নীচের জলের স্তর ভূপৃষ্ঠ থেকে বিপদ সীমার নিচে নামছে। গৃহস্থালি ও কলকারাখানায় জলের ব্যবহার বিবেচনা-প্রসূতভাবে না করলে মানবসভ্যতা চরমতম জলসংকটের সম্মুখীন হবে। তাই জল সংকটের বিপদ থেকে নিজেদের বাঁচাতে জলের অপচয় যাতে না হয় সেদিকে বিশেষ লক্ষ রাখা একান্তই প্রয়োজন।
  2. দূষণ:
    • কলকারখানার নির্গত দূষিত জল নদীনালাতে ফেলা।
    • জমিতে নানা প্রকার কীটনাশক ব্যবহার।
    • মানুষের মল-মূত্র, কাগজ, প্লাস্টিক, সাবান প্রভৃতি সরাসরি জলে ফেলা।
    • মৃত জীবদেহকে ব্যবহারযোগ্য জলাশয়ে নিক্ষেপ করা।
    • কঠিন বর্জ্য পদার্থ জলে ফেলা।
    • সমুদ্রের জলে তেজস্ক্রিয় পদার্থ ফেলা ইত্যাদি কারণে জল-সংকট ঘটে।

উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।