জলদূষণ আটকানোর ব্যবস্থা ?

0
জলদূষণ আটকানোর জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া দরকার ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। জলদূষণ আটকানোর জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া দরকার এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

জলদূষণ আটকানোর জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া দরকার ?

দূষণ প্রতিরোধ:

  1. পৌর এলাকার নোংরা এবং বর্জ্য মিশ্রিত জলকে পরিশোধিত করার পর নদী বা সমুদ্রে ফেলা উচিত।
  2. কলকারখানার নোংরা জলকে পরিশোধিত এবং পুনর্ব্যবহারযোগ্য করা দরকার।
  3. প্লাস্টিক, মৃতদেহ, কঠিন বর্জ্য পদার্থ ইত্যাদি নদীতে বা জলাশয়ে ফেলা উচিত নয়।
  4. কৃষিজমিতে দেওয়া রাসায়নিক সার বা কীটনাশক যাতে সংলগ্ন জলাভূমিকে দূষিত না করে, সেদিকে লক্ষ রাখা উচিত।
  5. মল, মূত্র ও হাসপাতালের দূষিত জীবাণুযুক্ত আবর্জনা জলে ফেলা উচিত নয়।
  6. জাহাজ থেকে তেল নির্গত হয়ে সমুদ্রে না পড়ে সেদিকে দৃষ্টি রাখা উচিত।
  7. জলাশয়ে কাপড় কাচা, সাবান মাখা, গোরু-মোষ স্নান করানো বন্ধ করা দরকার।
  8. জলের অপব্যবহার এবং অপচয় যথাসাধ্য বন্ধ করতে হবে।

উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।