জল কীভাবে দূষিত হয় ?

0
আর্সেনিকের প্রভাবে জল কীভাবে দূষিত হয় এবং জনস্বাস্থ্যের উপর কী প্রতিক্রিয়ার সৃষ্টি করে ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। আর্সেনিকের প্রভাবে জল কীভাবে দূষিত হয় এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

আর্সেনিকের প্রভাবে জল কীভাবে দূষিত হয় এবং জনস্বাস্থ্যের উপর কী প্রতিক্রিয়ার সৃষ্টি করে ?

আর্সেনিক ধাতুকল্পটি হল একটি বিষাক্ত পদার্থ কৃষিক্ষেত্রে আগাছানাশক এবং কীটনাশক হিসাবে আর্সেনিক ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বৃষ্টির জলে চুঁইয়ে ওই আর্সেনিকের কিছু অংশ ভূগর্ভস্থ জলকে দূষিত করে। এছাড়া ভূগর্ভে যৌগরূপে আর্সেনিক থাকে। রাসায়নিক বিক্রিয়ায় মুক্ত হয় আর্সেনিক মাটির কেনো স্তরের জলে মিশতে পারে। ওই স্তর পর্যন্ত নলকূপ গেলে সেই নলকূপের জলে স্বাভাবিকের তুলনায় বেশি মাত্রায় আর্সেনিক থাকতে পারে। পানীয় জলে আর্সেনিকের পরিমাণ 0.05 ল দেহে নানা রকম বিষক্রিয়া দেখা দেয়। দীর্ঘকাল ধরে আর্সেনিকযুক্ত জল পান করলে হাতের তালু ও পায়ের পাতার চামড়ায় কালো পচনশীল ক্ষতের সৃষ্টি হয়; একে ব্ল্যাকফুট রোগ (Black foot disease) বলে। এর প্রভাবে চামড়া উঠে যায়, দাঁড়াতে, চলতে, ধরতে অসুবিধা হয়; স্পর্শ, বেদনা ও তাপ বোধের অনুভূতি কমে যায়। তাই সন্দেহজনক এলাকায় নলকূপ বা কুয়োর জলে আর্সেনিক আছে কিনা তা পরীক্ষা করে নেওয়া একান্ত প্রয়োজন।

উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।