জল বিশুদ্ধ করার পদ্ধতি ?

0
জল বিশুদ্ধ করার কয়েকটি পদ্ধতি লেখো ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। জল বিশুদ্ধ করার পদ্ধতি এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

জল বিশুদ্ধ করার কয়েকটি পদ্ধতি লেখো ?

জল বিশুদ্ধ করার কয়েকটি পদ্ধতি হল

  1. জলকে 100°C উষ্ণতায় 10 মিনিট ফোটালে জলের বেশির ভাগ জীবাণু নষ্ট হয়ে যায়।
  2. জলকে কোনো পাত্রে নিয়ে কয়েক ঘণ্টা রেখে দিলে জলের কাদা, বালির মতো ভারী কণাগুলি পাত্রের তলায় থিতিয়ে পড়ে এবং পাত্রের উপরের পরিষ্কার জল ব্যবহার করা যায়।
  3. জলকে কোনো পাত্রে নিয়ে সূর্যের আলোয় কয়েকঘন্টা রেখে দিলে ফোটানো জলের মতো বিশুদ্ধ জল পাওয়া যায়।
  4. বালি, নুড়ি পাথর, কাঠকয়লা ইত্যাদির সাহায্যে বিভিন্ন উপায়ে জল বিশুদ্ধ করা যায়।

উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।