আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যে বিষয়টি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টি তারা অধ্যায়ন করলে খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
Advertisement
হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি লেখো ?
হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ:
অবস্থান: কলকাতা থেকে 74 কিমি দক্ষিণে বা হুগলি নদীর মোহনা থেকে 28 কিমি অভ্যন্তরে পূর্ব মেদিনীপুর জেলায় হুগলি ও হলদি নদীর সঙ্গমস্থলে নিম্নলিখিত কারণে হলদিয়া বন্দর গড়ে তোলা হয়েছে।
কলকাতার পরিপূরক হিসাবে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ:
- কলকাতা বন্দরের গভীরতা হ্রাস: কলকাতা বন্দরের নিকট হুগলি নদীর গভীরতা মাত্র 6.5 মিটার। ফলে বড়ো বড়ো জাহাজ প্রবেশের ক্ষেত্রে যথেষ্ট বাধার সম্মুখীন হতে হয়। এই অসবিধা দূর করার জন্য 10 মিঃ গভীরতাসম্পন্ন হুগলি-হলদি নদীর সঙ্গমস্থলে হলদিয়া বন্দর স্থাপন করা হয়েছে।
- হলদিয়া বন্দরগামী সরল নদীপথ: কলকাতা বন্দরের জাহাজগুলিকে প্রবেশ করতে অসংখ্য নদীবাঁক অতিক্রম করতে হয় যা অসুবিধার সৃষ্টি করে। অপরদিকে এই অসুবিধা দূর করতে হুগলি নদীর সরল পথে হলদিয়া বন্দর নির্মাণ করা হয়েছে।
- বালুচর অতিক্রম: কলকাতা বন্দরে জাহাজগুলিকে প্রবেশ করতে ছয়টি চর অতিক্রম করতে হয়, যা ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। অপরদিকে হলদিয়া প্রবেশ করতে জাহাজগুলিকে মাত্র তিনটি চর অতিক্রম করতে হয়।
- বন্দরের বিস্তৃতি ও প্রশস্ত আয়তন: কলকাতা বন্দরের আয়তন সংকীর্ণ হওয়ায় হলদিয়ায় বিস্তৃত ও প্রশস্ত বন্দর গড়ে তোলা হয়েছে।
- উন্নত পরিবহনব্যবস্থা: হলদিয়ার পশ্চাৎভূমি 6 নং জাতীয় সড়ক, 41 নং জাতীয় সড়ক এবং দক্ষিণ-পূর্ব রেলপথের সঙ্গে যুক্ত থাকায় সময়ও অযথা ব্যয় হ্রাসের জন্য কলকাতা অপেক্ষা হলদিয়া বন্দরে জাহাজ প্রবেশের সুবিধা অনেক বেশি।
- উন্নত পরিকাঠামো: কলকাতা বন্দরের তুলনায় হলদিয়ায় পূর্ব পরিকল্পিতভাবে পর্যাপ্ত গোডাউন, হিমঘর, প্যাকিং ব্যবস্থা, টেলেক্স, ফ্যাক্স, ব্যাংক ও বিমা ব্যবস্থা গড়ে ওঠার পর্যাপ্ত পরিকাঠামোর অভাব হয় না।
- অন্যান্য সুবিধা: এছাড়া এখানকার শিল্পাঞ্চল, বিস্তৃত জমি, অনুকূল জলবায়ু, কলকাতা বন্দরের পরিপূরক হিসাবে হলদিয়া বন্দর গড়ে উঠতে সাহায্য করেছে।
উপরোক্ত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। বিষয়টি নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য বা পরে অধ্যায়ন করার জন্য সরাসরি পিডিএফ(PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।