আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। ভাগীরথী, হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
ভাগীরথী, হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো ?
ভাগীরথী-হুগলি পশ্চিমবঙ্গের প্রধান নদী গঙ্গা তথা ভাগীরথী-হুগলি নদীতে বর্জ্য সমস্যা ভয়ংকর আকার ধারণ করেছে। এই বর্জ্যজনিত দূষণের কারণগুলি হলো-
- শিল্পজাত বর্জ্য: পশ্চিমবঙ্গের হুগলি নদীর দুই তীরে অসংখ্য পাটকল, কাপড়ের কল, চামড়া কারখানা, রেয়ন, অ্যাসিড কারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্রের উষ্ণ জল, মদ কারখানা ও বিভিন্ন রাসায়নিক কারখানা থেকে বিপুল পরিমাণ নোংরা জল (Sewage) প্রতিদিন ভাগীরথী-হুগলি নদীকে বিষাক্ত করছে।
- কৃষিজাত বর্জ্য: ভাগীরথী-হুগলি নদীর দু-পাড়ে মালদা, মুরশিদাবাদ, বর্ধমান, হাওড়া, হুগলি জেলার কৃষিসমৃদ্ধ অঞ্চল থেকে প্রচুর কীটনাশক বর্জ্য এই নদীতে মেশে। এই বিষাক্ত কীটনাশক নদীর জলকে দূষিত করে।
- গৃহস্থালির বর্জ্য: ভাগীরথী-হুগলি নদীর অববাহিকায় 2 কোটি মানুষের বসবাস। প্রতিদিন প্রায় 13, 110 লক্ষ লিটার বর্জ্যজল এই নদীতে নিক্ষিপ্ত হয়। এছাড়া প্রতিমা বিসর্জন ও ফুল-বেলপাতা নদীতে মারাত্মক প্রভাব ফেলে।
বর্জ্যের প্রভাব:
ভাগীরথী-হুগলি নদীতে বর্জ্যের কুপ্রভাবগুলি হলো-
- নদীর জলের গুণগত মান হ্রাস: ভাগীরথী-হুগলি নদীর জল তার আগের গুণ হারিয়েছে। যেমন- এই নদীর জলে রোগ সৃষ্টিকারী জীবাণু পাওয়া গেছে প্রতি 100 মিলিলিটার জলে 700 থেকে 11 লক্ষ (যা 100 মিলি জলে 500-এর বেশি হওয়া উচিত নয়)।
- জলজ জীবের ওপর প্রভাব: বর্জ্য থাকায় নদীতে মাছসহ অন্যান্য জলজ জীবের পরিমাণ হ্রাস পেয়েছে। যেমন- ভাগীরথী- হুগলির ইলিশ মাছের সংখ্যা হ্রাস পাচ্ছে এবং ভারতের জাতীয় জলচর প্রাণী গাঙ্গেয় ডলফিন (শুশুক) আশঙ্কাজনকভাবে হ্রাস পাচ্ছে।
- নদী ভরাটকরণ: পলির সঙ্গে বর্জ্য মিশে নদী উপত্যকার গভীরতা কমছে।
- পানীয় জলের দূষণ: বর্জ্য দ্বারা দূষণের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় শীঘ্রই নদীর জল পানের অযোগ্য হয়ে পড়বে।
উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।