ভূপ্রাকৃতিক বিভাগ সমূহ ?

0
ভূপ্রাকৃতিক বিভাগ সমূহের গুরুত্ব লেখো ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। ভূপ্রাকৃতিক বিভাগ সমূহের গুরুত্ব এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

ভূপ্রাকৃতিক বিভাগ সমূহের গুরুত্ব লেখো ?

ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলি সম্পর্কে তোমরা জেনে নাও-

  1. উত্তরের পার্বত্য অঞ্চলের গুরুত্ব:
    • উত্তর ভারতের প্রায় সমস্ত নদীই এই পর্বত থেকে উৎপন্ন হয়েছে এবং এদের পলি দিয়েই ভারতের বিশাল সমভূমি গঠিত হয়েছে। 
    • ভারতের উত্তরাংশে হিমালয় পূর্ব-পশ্চিমে বিস্তৃত হয়ে অবস্থান করছে বলে এদেশে বৃষ্টিপাত সম্ভব হয়।
    • হিমালয়ের বনভূমি ভারতের সম্পদ।
    • হিমালয় থেকে উৎপন্ন নদীগুলি বরফগলা জলে পুষ্ট বলে এই নদীগুলিতে সারা বছর জল থাকে তাই সেচ ও জলবিদ্যুৎ উৎপাদনের কাজে লাগে।
  2. উত্তরের সমভূমি অঞ্চলের গুরুত্ব: 
    • ভারতের সমভূমি অঞ্চলটি উর্বর পলিসমৃদ্ধ বলে এটিই ভারতের শ্রেষ্ঠ কৃষিবলয় (পাঞ্জাব গম বলয় এবং পশ্চিমবঙ্গ ধান বলয়) অঞ্চল। 
    • সমভূমি বলে নদীগুলি নাব্য নদীগুলি মৎস্য সংগ্রহের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। 
    • সমভূমি বলে পরিবহণ ব্যবস্থা উন্নত। 
    • নদী তীরবর্তী অঞ্চলে বহু শহর-নগরের বিস্তার ঘটেছে।
  3. উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের গুরুত্ব: 
    • মালভূমি বলে উপদ্বীপীয় নদীগুলি খরাস্রোতা; জলবিদ্যুৎ উৎপাদনের উপযোগী। 
    • লাভাগঠিত কালো মাটি তুলা, গম ও আখ চাষের উপযোগী।
  4. উপকূলীয় সমভূমি অঞ্চলের গুরুত্ব:
    • পূর্ব উপকূল প্রশস্ত ও পলিগঠিত। ফলে কৃষি সহায়ক, অধিবাসীরা কৃষিজীবী।
    • পশ্চিম উপকূল ভগ্ন ও বন্দরের আধিক্য থাকায় মাছ ধরার উপযোগী। তাই বহু লোক মৎস্য শিকারে নিযুক্ত। 
    • পূর্ব উপকূলের নদীগুলি নাব্য বলে পরিবহণ ও মৎস্য শিকারের উপযোগী।
  5. দ্বীপপুঞ্জ অঞ্চলের গুরুত্ব: 
    • দ্বীপগুলির অধিবাসীরা মৎস্য শিকারে যুক্ত তা ছাড়া সামুদ্রিক সম্পদ আহরণেও অধিবাসীরা যুক্ত। 
    • আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিশাল বনভূমিতে কাষ্ঠসম্পদ আহরণ ও কাষ্ঠশিল্পের সঙ্গে বহু লোক নিযুক্ত।
    • দ্বীপপুঞ্জে প্রচুর নারকেল গাছ থাকায় এর সঙ্গে বহু লোক যুক্ত।

উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।