বর্জ্য পদার্থ দ্বারা জল দূষিত ?

0
রাসায়নিক বর্জ্য পদার্থ দ্বারা জল কীভাবে দূষিত হয়? আর্সেনিকমুক্ত জল পাওয়ার একটি প্রক্রিয়া লেখো ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। রাসায়নিক বর্জ্য পদার্থ দ্বারা জল কীভাবে দূষিত হয় এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

রাসায়নিক বর্জ্য পদার্থ দ্বারা জল কীভাবে দূষিত হয়? আর্সেনিকমুক্ত জল পাওয়ার একটি প্রক্রিয়া লেখো ?

রাসায়নিক বর্জ্যপদার্থ দ্বারা জলদূষণ (Water Pollution By Dumping Of Chemical Effluent): গৃহস্থালি ও কলকারখানা থেকে নানারকম রাসায়নিক পদার্থ, যেমন-

  1. পচনশীল জৈব আবর্জনা, প্লাস্টিক, কাগজ, ব্যাটারি, হাসপাতালের বর্জ্যপদার্থ।
  2. পারদ, দস্তা, সিসা, ক্যাডমিয়াম, আর্সেনিক প্রভৃতি ধাতব পদার্থ।
  3. ক্লোরিন, ফুওরিন, অ্যামোনিয়া প্রভৃতি গ্যাসীয় পদার্থ।
  4. তেল জাতীয় পদার্থ, ডিটারজেন্ট ও নানাপ্রকার রং ইত্যাদি নির্গত হয়ে নালা-নর্দমা দিয়ে বিভিন্ন জলাশয়ের সঙ্গে মেশে ও জলদূষণ ঘটায়।

আর্সেনিকমুক্ত জল সরবরাহ (Supply of As-Free Water): ব্লিচিং পাউডার এবং সোডিয়াম হাইপোক্লোরাইট দ্রবণ মেশানো জলে ফটকিরি মিশিয়ে রেখে দিলে অধিকাংশ আর্সেনিক জলের তলায় থিতিয়ে পড়ে। উপরের স্বচ্ছ জলকে ফিলটার করে আর্সেনিকমুক্ত জল পাওয়া যায়। বর্তমানে সরকারি ও বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোগে পশ্চিমবঙ্গের কয়েকটি অঞ্চলে আর্সেনিক পরিশোধন পদ্ধতির প্রচলন সম্ভব হয়েছে।

উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।