শিলাস্তরে তেল পাওয়া যায় কেন ?

0
পাললিক শিলাস্তরে খনিজ তেল পাওয়া যায় কেন ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। পাললিক শিলাস্তরে খনিজ তেল পাওয়া যায় কেন এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

পাললিক শিলাস্তরে খনিজ তেল পাওয়া যায় কেন ?

স্তরে স্তরে পলি জমে পাললিক শিলা গঠনের বিভিন্ন পর্যায়ে নানান উদ্ভিদ ও প্রাণীর সঙ্গে ফ্লোরা-মিনি-ক্লোরা নামে এক ধরনের সূক্ষ্ম সামুদ্রিক কীট এই শিলাস্তরে চাপা পড়তে থাকে। ওপরের শিলাস্তরের প্রচণ্ড চাপ, ভূগর্ভের প্রবল তাপ এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই সামুদ্রিক কীটগুলোর দেহ-নির্যাস কার্বন ও হাইড্রোজেনের বিভিন্ন যৌগের জটিল মিশ্রণে (হাইড্রো-কার্বনে) পরিণত হয়। এতে সামান্য পরিমাণ অক্সিজেন, নাইট্রোজেন ও সালফারের কার্বন ঘটিত যৌগ থাকে। ঘন বাদামি রঙের সেই তরল মিশ্রণকেই অপরিশোধিত খনিজ তেল বা পেট্রোলিয়াম বলা হয়। এই জন্য কেবলমাত্র পাললিক শিলাস্তরেই খনিজ তেল পাওয়া যায়। অপ্রবেশ্য শিলাস্তরে আবদ্ধ থাকায় তরল পেট্রোলিয়াম চুঁইয়ে নীচে চলে যেতে পারে না।

উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।