পৃথিবীর বায়ুচাপ বলয় ?

0
পৃথিবীর বায়ুচাপ বলয়গুলি উল্লেখ করো ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। পৃথিবীর বায়ুচাপ বলয় এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

পৃথিবীর বায়ুচাপ বলয়গুলি উল্লেখ করো ?

বায়ুচাপের তারতম্য অনুসারে পৃথিবীকে সাতটি নির্দিষ্ট বায়ুচাপ অঞ্চলে ভাগ করা হয়েছে। পৃথিবীর আকৃতি প্রায় গোলাকার বলে এক একটি বায়ুচাপ অঞ্চল পৃথিবীপৃষ্ঠকে এক একটি ‘রিং’ বা ‘বলয়ের মতো’ ঘিরে আছে, তাই এদের বায়ুচাপ বলয়ও বলে। পৃথিবীর মোট 7টি বায়ুচাপ বলয়ের মধ্যে 4টি স্থায়ী উচ্চচাপ বলয় এবং 3টি স্থায়ী নিম্নচাপ বলয় রয়েছে। ভূ-পৃষ্ঠের 7টি বায়ুচাপ বলয় হল

  1. নিরক্ষীয় নিম্নচাপ বলয়। 
  2. কর্কটীয় উচ্চচাপ বলয়।
  3. মকরীয় উচ্চচাপ বলয়। 
  4. সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। 
  5. কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। 
  6. সুমেরু দেশীয় উচ্চচাপ বলয়। 
  7. কুমেরু দেশীয় উচ্চচাপ বলয়।

উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।