দাবানলের সংক্ষিপ্ত পরিচয় দাও?

0
প্রাকৃতিক বিপর্যয় হিসাবে দাবানলের সংক্ষিপ্ত পরিচয় দাও?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে খুব সহজেই পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতে পারবে। প্রাকৃতিক বিপর্যয় হিসাবে দাবানল এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

প্রাকৃতিক বিপর্যয় হিসাবে দাবানলের সংক্ষিপ্ত পরিচয় দাও?

সংজ্ঞা:

অরণ্যে বা তৃণভূমি অঞ্চলে কিংবা ঝোপযুক্ত জঙ্গলে কোনো কারণে আগুন লাগলে তাকে দাবানল বলে।

 প্রকার:

ক্ষেত্র অনুসারে দাবানল নিম্নলিখিত প্রকারের হয়

  1. অরণ্য দাবানল (Forest Fire)।
  2. ঘাস দাবানল (Grass Fire)।
  3. ঝোপ দাবানল (Bush Fire)।
  4. পার্বত্য দাবানল (Hill Fire)।

দাবানলের বিস্তারের ধরন:

এক স্থান থেকে অন্যস্থানে দাবানল তিনভাবে ছড়িয়ে পড়ে। যেমন

  1. ধীর দাবানল (Crawling Fire): এই পদ্ধতিতে ধীরে ধীরে অরণ্যের নীচের স্তর দিয়ে দাবানল চারদিকে বিস্তার লাভ করে।
  2. দ্রুত দাবানল (Crown Fire): এই পদ্ধতিতে দাবানল উপরের স্তর থেকে দ্রুত নিচের স্তরে ছড়িয়ে পড়ে।
  3. লাফানো দাবানল (Jumping Fire): দাবানলের সময় বেশ জোরে বায়ু প্রবাহিত হয় বলে বড়ো ধরনের দাবানল লাফিয়ে লাফিয়ে বিস্তার লাভ করে। নদী, রাস্তা, অরণ্যের একস্থান থেকে অন্য স্থানে লাফিয়ে লাফিয়ে পার হয়ে ভয়ংকর রূপ ধারণ করে। 

ধ্বংসের পরিমাণ:

প্রায় প্রতিবছর আমেরিকা যুক্তরাষ্ট্রে 17,400 বর্গকিমি অরণ্যাঞ্চল (0-18%), ফ্রান্সে 211 বর্গ কিমি (0-04%) অরণ্যাঞ্চল দাবানলের ফলে নষ্ট হয়। দাবানলের ধ্বংসের প্রকৃতি নিচের হিসাব থেকে বোঝা যায়— 2003 সালে পর্তুগালে দাবানলের কারণে 4,249 বর্গ কিমি (4.6%) বনভূমিসহ 20 জনের মৃত্যু হয়। ইন্দোনেশিয়ায় ক্ষতির পরিমাণ নিম্নের হিসাব থেকে বোঝা যায়— 1997 সালে 97,550 বর্গ কিমি, 1999 সালে 440-90 বর্গ কিমি এবং 2001 সালে 143-51 বর্গ কিমি; 2005 সালে 133-28 বর্গ কিমি এবং 2003 সালে 37:45 বর্গ কিমি অরণ্য ধ্বংস হয়।

উপরোক্ত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নের বিষয়টি নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য বা পরে অধ্যায়ন করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।