আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন ?
পৃথিবীর আকৃতি অভিগত গোলকের মতো হওয়ায় এর মধ্যভাগ একটু ফোলা এবং উত্তর ও দক্ষিণ মেরু কিছুটা চাপা। নিরক্ষরেখা একটি পূর্ণবৃত্ত এবং এটি পৃথিবীর ঠিক মাঝ বরাবর বিস্তৃত হয়ে পৃথিবীকে দুটি সমান গোলার্ধে ভাগ করেছে। প্রতিটি অক্ষরেখাই পূর্ণবৃত্ত হলেও তারা কেউই পৃথিবীর মধ্যেখানে অবস্থিত নয়। নিরক্ষরেখা থেকে দুই মেরুর দিকে তাদের পরিধি কমতে থাকে। নিরক্ষরেখা মাঝখানে ফোলা পৃথিবীর ঠিক মাঝবরাবর অবস্থিত হওয়ার ফলে অন্যান্য অক্ষরেখাগুলির মধ্যে নিরক্ষরেখার পরিধি সর্ববৃহৎ। তাই একে পৃথিবীর সর্ববৃহৎ বৃত্ত বা মহাবৃত্ত বলা হয়।
উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।