মহাবিষুব ও জলবিষুব বলতে কী বোঝ ?

0
মহাবিষুব ও জলবিষুব বলতে কী বোঝ ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা ভূগোলের একটি গুরত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। মহাবিষুব ও জলবিষুব বলতে কী বোঝ এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

মহাবিষুব ও জলবিষুব বলতে কী বোঝ ?

মহাবিষুব ও জলবিষুব:

বিষুব বা Equinox : Equi = সমান এবং Nox = Night বা রাত্রি। যে তারিখে দিন ও রাত্রি সমান হয় সেই তারিখকে বিষুব বলে। বছরে দুদিন দিন-রাত্রি সমান হয়। 29 শে মার্চ ও 23 শে সেপ্টেম্বর তারিখে।

মহাবিষ্ণুব:

21 শে মার্চ সূর্য এমন এক স্থানে অবস্থান করে, সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে (90°) কিরণ দেয়, ফলে পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয় অর্থাৎ 12 ঘণ্টা দিন ও 12 ঘণ্টা রাত্রি হয়। এই সময় উত্তর গোলার্ধে (পৃথিবীর 65% লোকের কাছে) বসন্ত ঋতু বা মহান ঋতু বিরাজ করে বলে 21শে মার্চকে (দক্ষিণ গোলার্ধে শরৎকাল) মহাবিষুব (Vernal Equinox) বলে।

জলবিষুব বা শারদ বিষুব:

23 শে সেপ্টেম্বর সূর্য এমন এক স্থানে অবস্থান করে যে নিরক্ষরেখার সূর্য লম্বভাবে (90°) কিরণ দেয় এবং ছায়াবৃত্ত প্রতিটি সমাক্ষরেখাকে সমদ্বিখণ্ডিত করে। ফলে পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয় অর্থাৎ পৃথিবীর সর্বত্র 12 ঘণ্টা দিন ও 12 ঘণ্টা রাত্রি হয়। এই সময় দক্ষিণ গোলার্ধে বসন্তকাল এবং উত্তর গোলার্ধে শরৎকাল বিরাজ করে। এই দিনকে জলবিষুব (Autumnal Equinox) বলে।

উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নের বিষয়টি নিজের কাছে সংরক্ষিত করার জন্য বা পরে অধ্যায়ন করার ক্ষেত্রে সরাসরি (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।